Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজ্যের ৬১টি পাম্পে পাঠানো হয়েছে টাকা, দাবি স্টেট ব্যাঙ্কের

রাজ্যে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ১৮২টি পেট্রোল পাম্পে তাদের ‘পয়েন্ট অব সেলস’ যন্ত্রে ডেবিট কার্ড ঘষে টাকা তোলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। শনিবার এসবিআইয়ের দাবি, এর মধ্যে ৬১টি পাম্পে তারা ইতিমধ্যেই টাকার জোগান দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০২:৪১
Share: Save:

রাজ্যে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ১৮২টি পেট্রোল পাম্পে তাদের ‘পয়েন্ট অব সেলস’ যন্ত্রে ডেবিট কার্ড ঘষে টাকা তোলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। শনিবার এসবিআইয়ের দাবি, এর মধ্যে ৬১টি পাম্পে তারা ইতিমধ্যেই টাকার জোগান দিয়েছে। আর বাকিগুলিও আগামী সোম ও মঙ্গলবারের মধ্যে চালু হয়ে যাবে।

উল্লেখ্য, গ্রামীণ এলাকায়, যেখানে ব্যাঙ্কিং পরিষেবা তেমন ভাবে নেই, সেখানে সাধারণ মানুষের হাতে নগদ আসার এই সুযোগ পৌঁছে দিতে কিছু পাম্পের ‘কিসান সেবা কেন্দ্রে’ এত দিন শুধু এসবিআই গ্রাহকেরা এই সুবিধা পেতেন। বাতিল নোটের জেরে বাজারে টাকার জোগান বাড়াতে আপাতত সেই পরিকাঠামোকেই আরও জোরদার করতে চাইছে কেন্দ্র। শুক্রবার স্টেট ব্যাঙ্ক ও তেল সংস্থাগুলি জানিয়েছিল, রাজ্যের ১৮২টি পাম্পে যে-কোনও ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়েই গ্রাহকেরা দৈনিক ২০০০ টাকা তুলতে পারবেন। এ জন্য ওই পাম্পগুলিতে যথেষ্ট পরিমাণে নগদের জোগান দেবে স্টেট ব্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

State Bank of India Petrol Pump Money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE