দূষণ কমাতে পরিবহণ ক্ষেত্রে বৈদ্যুতিকের পাশাপাশি এখন প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) মতো পরিবেশবান্ধব জ্বালানিতেও জোর দেওয়া হচ্ছে। যে কারণে রাজ্য সরকার বাড়তি গুরুত্ব দিচ্ছে সিএনজি স্টেশন (পাম্প) খোলায়। সোমবার কলকাতায় দু’টি নতুন সিএনজি পাম্পের উদ্বোধন করলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। বাগবাজার এবং বিবেকানন্দ রোডে অবস্থিত ওই দুই স্টেশন আমজনতার উপকারে লাগবে, জানান শশী। বলেন, ‘‘শহরের পরিবেশ কী করে দূষণমুক্ত রাখা যায়, তা নিয়ে রাজ্য সরকারের অনেক ভাবনা রয়েছে। তারই অন্যতম সিএনজি চালিত গাড়ির সংখ্যা বাড়ানো।’’ শশীর দাবি, কলকাতা ও শহরতলিতে এই নিয়ে বেঙ্গল গ্যাস কোম্পানির মোট সিএনজি স্টেশন দাঁড়াল ১৮টি। চলতি বছরে আরও এক ডজন খুলে যাবে।
উল্লেখ্য, প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয় সিএনজি। এক দিকে, দূষণহীন এবং অন্য দিকে, পেট্রল-ডিজ়েলের থেকে অনেক সস্তা— এই জোড়া সুবিধার কারণে গাড়ির ক্রেতাদের মধ্যে পরিবহণ জ্বালানি হিসেবে এর গ্রহণযোগ্যতা বাড়ছে।
বেঙ্গল গ্যসের সিইও অনুপম মুখোপাধ্যায় বলেন, “আমরা চলতি বছরের মধ্যে যত বেশি সম্ভব পাম্প তৈরি করব। তার মধ্যে বেশ কয়েকটি আমাদের নিজেদেরও রয়েছে। সাধারণ মানুষ যাতে গাড়িতে সিএনজি ভরতে গিয়ে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।” তিনি জানান, এই ধরনের সিএনজি স্টেশন তৈরির জন্য পার্ক সার্কাস, রাজাবাজার, হাওড়া ও আলিপুরে চারটি জায়গাও দেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)