স্বাস্থ্য পরিষেবার খরচ বিদ্যুৎ গতিতে বাড়ছে। বিভিন্ন সমীক্ষায় স্পষ্ট, ভারতে সেই খরচ বৃদ্ধির হার এশিয়ার অধিকাংশ দেশের থেকে বেশি। এই প্রেক্ষিতে ফিউচার জেনারেলি ইন্ডিয়া ইনশিয়োরেন্সের সমীক্ষায় জানানো হয়েছে, স্বাস্থ্য বিমা গ্রাহকদের ৮০ শতাংশের বেশি তাঁদের প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত নন। হাসপাতাল ও চিকিৎসার ক্রমবর্ধমান খরচই এর প্রধান কারণ।
সম্প্রতি ২৫ বছরের বেশি বয়সি ৮০০ জন গ্রাহকের মধ্যে সমীক্ষাটি চালিয়েছিল বিমা সংস্থাটি। তার রিপোর্টে দাবি, প্রতি তিন জনের মধ্যে দু’জন প্রকল্পের টাকার অঙ্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। হাসপাতাল বিপুল অঙ্কের বিল ধরালে তা বিমার আওতায় আসবে কি না, সেই প্রশ্ন ঘোরে তাঁদের মনে। প্রতি ১০ জনের ন’জনই মনে করেন, মূল প্রকল্পের নবীকরণেই লাভ সবচেয়ে বেশি। অর্থাৎ, রাইডার বা টপআপের মতো বাড়তি প্রকল্প বহু দূরের ব্যাপার। সংস্থার এমডি-সিইও অনুপ রাউ বলেন, ‘‘সমীক্ষা বলছে, দেশে অভিন্ন ও সামগ্রিক স্বাস্থ্য বিমা প্রকল্পগুলির জনপ্রিয়তা বাড়ছে। চিকিৎসা খরচ ঘিরে উদ্বেগই এর মূল কারণ।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)