Advertisement
E-Paper

এ বার ক্রেতা টানতে নয়া কৌশল মোটরসাইকেল সংস্থার

ঘুরে দাঁড়াতে দেশের চার চাকার যাত্রী গাড়ি শিল্প নিত্যনতুন সুবিধা-সহ এক একটি গাড়ি এনে ক্রেতা টানার কৌশল নিয়েছিল। এ বার মোটরসাইকেলেও সেই পথে হাঁটছে বজাজ অটো, মহীন্দ্রা টু হুইলার্স-এর মতো সংস্থা। বজাজ অটো ১৫০ সিসি-র মোটরসাইকেলের বাজারে নতুন ধরনের বাইক এনেছে। অন্য দিকে, ব্যবসা বাড়াতে মহীন্দ্রার বাজি ১১০ সিসি-র সেঞ্চুরো রকস্টার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৪ ০১:৫৩
বজাজের বাইক প্রদর্শনে এরিক ভাস।

বজাজের বাইক প্রদর্শনে এরিক ভাস।

ঘুরে দাঁড়াতে দেশের চার চাকার যাত্রী গাড়ি শিল্প নিত্যনতুন সুবিধা-সহ এক একটি গাড়ি এনে ক্রেতা টানার কৌশল নিয়েছিল। এ বার মোটরসাইকেলেও সেই পথে হাঁটছে বজাজ অটো, মহীন্দ্রা টু হুইলার্স-এর মতো সংস্থা।

বজাজ অটো ১৫০ সিসি-র মোটরসাইকেলের বাজারে নতুন ধরনের বাইক এনেছে। অন্য দিকে, ব্যবসা বাড়াতে মহীন্দ্রার বাজি ১১০ সিসি-র সেঞ্চুরো রকস্টার।

সাধারণত ১৫০ সিসি-র মোটরসাইকেল দামি ‘স্পোর্টস’ মোটরসাইকেল হিসেবেই বাজারে পরিচিত। বজাজ অটো এ বার সেই মোটরসাইকেলটিকে প্রতিদিনের ব্যবহারের উপযোগী করেই ক্রেতার নজর টানতে চাইছে। যা ‘স্পোটর্স’ মোটরসাইকেলের চেয়ে কিছুটা কম দামি এবং কম তেলে বেশি পথ পাড়ি দেবে। সংস্থার প্রেসিডেন্ট এরিক ভাস সম্প্রতি সেই ১৫০ সিসি-র ডিসকভার মোটরসাইকেলটি আনেন কলকাতার বাজারে। গত বারের তুলনায় চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত বিক্রি কমেছে সংস্থার। ভাসের আশা, এটির হাত ধরে তাঁরা শেষ পর্যন্ত সেই খামতি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। এবং আগামী মাস থেকেই বিক্রি অন্তত গত বারের সমান হবে। কলকাতায় মোটরসাইকেলটির দাম পড়বে ৫৫,২৮৩ টাকা থেকে ৬২,৪৭৬ টাকার মধ্যে। অন্য দিকে মহীন্দ্রা টু হুইলার্স-এর চিফ অব অপারেশন্স বীরেন পুপলি জানান, সেঞ্চুরো রকস্টার বাজারে আসার সঙ্গে সঙ্গে সব ধরনের ক্রেতার জন্যই মোটরসাইকেল রইল তাদের হাতে। দাম ৪৩ হাজার টাকার কিছু বেশি।

bajaj bike the buyer conclude motorcycle association business news online business news buyers new strategy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy