ফের স্টকে লগ্নিকারীদের জন্য সুখবর। ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও আনার কথা ঘোষণা করলেন ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানী। এ বার শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে তাঁর টেলিকম এবং ডিজিটাল জায়ান্ট ‘রিলায়্যান্স জিয়ো’। নতুন আইপিও কবে আসবে, সেই সংক্রান্ত একটি ইঙ্গিতও দিয়েছেন তিনি।
শুক্রবার, ২৯ অগস্ট ‘রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড’-এর ৪৮তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে টেলিকম ও ডিজিটাল প্ল্যাটফর্মটি নিয়ে বড় ঘোষণা করেন মুকেশ। বলেন, ‘‘এটা জানাতে পেরে গর্ব বোধ করছি যে, আইপিও আনার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে জ়িয়ো। আগামী বছরের (পড়ুন ২০২৬) প্রথমার্ধে আমরা সংশ্লিষ্ট সংস্থাটির তালিকাভুক্তি সম্পন্ন করব। আশা করছি এটা লগ্নিকারীদের আকর্ষণ করবে।’’
রিলায়্যান্সের বার্ষিক সাধারণ সভায় সংস্থার কর্ণধার তথা চেয়ারম্যান মুকেশ অম্বানী গ্রাহক এবং বিনিয়োগকারীদের একটি বিষয় আশ্বস্ত করেছেন। তাঁর দাবি, অচিরেই বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বীদের মতো একই পরিমাণে বাজারমূল্য তৈরি করতে সক্ষম হবে জিয়ো। উল্লেখ্য, গত এক দশক ধরে সমান তালে টেলি এবং ডিজিটাল পরিষেবা দিয়ে চলেছে রিলায়্যান্সের এই শাখা সংস্থা। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৫০ কোটি ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুকেশ।
এর পাশাপাশি ভারতের ডিজিটাল পরিকাঠামোকে দৃঢ় ভিত্তির উপরে স্থাপন করার ক্ষেত্রে জিয়োর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রিলায়্যান্স চেয়ারম্যান। তোলেন আধার এবং ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের প্রসঙ্গ। অনুষ্ঠানে মুকেশ বলেন, ‘‘জিয়োয় যে কোনও জায়গায় বিনামূল্যে ভয়েস কল পাঠানোর সুবিধা রয়েছে। এটা লক্ষ লক্ষ ভারতীয়ের মোবাইল ফোনে ভিডিয়ো দেখার অভ্যাস তৈরি করতে পেরেছে।’’
রিলায়্যান্সের কর্ণধারের দাবি, এ দেশে স্টার্টআপের তৃতীয় বৃহত্তম বাস্তুতন্ত্র তৈরি করতে সাহায্য করেছে জিয়ো। সংশ্লিষ্ট টেলি এবং ডিজিটাল পরিষেবাটির উপরে ভর করে চলছে ছোট-বড় মিলিয়ে শতাধিক নতুন সংস্থা। আইপিওর পাশাপাশি স্টোরেজ়ের জন্য কৃত্রিম মেধাভিত্তিক জিয়ো এআই ক্লাউড, জিয়ো ফ্রেম এবং জিয়ো কম্পিউটার বাজারে আনবে বলে ঘোষণা করেছে রিলায়্যান্স।