Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বেসরকারি হতে পারে ২০-২৫টি বিমানবন্দর

প্রথম দফায় দরপত্র দিয়ে গুয়াহাটি, আমদাবাদ, জয়পুর-সহ ছ’টি বিমানবন্দরের দায়িত্বই জিতে নিয়েছিল আদানি গোষ্ঠী।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০০:৪৯
Share: Save:

ফের একগুচ্ছ বিমানবন্দর বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।

ফেব্রুয়ারিতে দেশের ছ’টি বড় বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছিল সরকার। শুক্রবার বিমানবন্দর কর্তৃপক্ষ, এএআই-এর চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্রের দাবি, পরের দফায় বেসরকারিকরণের পরিকল্পনা করা হচ্ছে আরও ২০-২৫টির। তাঁর আশা, তাতে অংশ নিতে পারে বিদেশি বিমানবন্দরগুলিও।

প্রথম দফায় দরপত্র দিয়ে গুয়াহাটি, আমদাবাদ, জয়পুর-সহ ছ’টি বিমানবন্দরের দায়িত্বই জিতে নিয়েছিল আদানি গোষ্ঠী। মহাপাত্র জানান, শীঘ্রই বছরে ১৫ লক্ষ যাত্রী চলাচল করে এমন আরও ২০-২৫টি বিমানবন্দরকে বেছে নেবে এএআই। তার পরে সেই সুপারিশ পাঠানো হবে বিমান পরিবহণ মন্ত্রকের কাছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারাই।

বেসরকারি লগ্নি টানার পক্ষে কোন কোন বিমানবন্দর সব থেকে বেশি আকর্ষণীয় হতে পারে, তা ঠিক করতে ইতিমধ্যেই উপদেষ্টা নিয়োগ হয়েছে। মহাপাত্রের দাবি, ইতিমধ্যেই ডাবলিন ও মিউনিখের মতো বিদেশি বিমানবন্দর দর দেওয়ার ব্যাপারে আগ্রহও দেখিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা খতিয়ে দেখতে চায় প্রথম দফার বেসরকারিকরণের সাফল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Airports Adani Group
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE