নতুন করে আরও ৮৩টি পণ্যে ‘আইএসআই’ ছাপ লাগানো বাধ্যতামূলক করতে চলেছে বিআইএস। ফেব্রুয়ারি থেকে ওই প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলে জানান মান নিয়ন্ত্রকটির আঞ্চলিক ডিরেক্টর সব্যসাচী ধর। পণ্যের মান ঠিক আছে কি না, তা বুঝতেই ওই ছাপ লাগাতে হয়। এ জন্য বিআইএসে নথিভুক্ত হয়ে লাইসেন্স নিতে হয় উৎপাদনকারীকে।
বুধবার বিশ্ব মান দিবস উপলক্ষে সব্যসাচী জানান, ইতিমধ্যেই বিআইএস ৭৫০টি পণ্যে আইএসআই ছাপ লাগানো বাধ্যতামূলক করেছে। সম্প্রতি বাইক ও স্কুটারের হেলমেট এসেছে এই তালিকায়। এ বার আসবাবপত্র, প্লাইবোর্ড, স্টেনলেস স্টিলের বাসন, ফ্যান, রান্না ঘরের চিমনি, মিক্সার, হেয়ার ড্রায়ার-সহ বিভিন্ন পণ্যে ওই ছাপ বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সঙ্গে মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মান ঠিক রাখতে বৈদ্যুতিন মন্ত্রক সংস্থাগুলির নথিভুক্তির ব্যবস্থা করেছে। এ পর্যন্ত ৭৫টি বৈদ্যুতিন পণ্যে নথিভুক্তির নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এ দিকে পণ্যের মান সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার ছাড়াও বিভিন্ন শিল্প সংগঠনের সঙ্গে কথা বলছে নিয়ন্ত্রকটি। সব্যসাচী জানান, রাজ্য সিভিল সার্ভিস, পূর্ত বিভাগ, রাজস্ব ও হিসাব সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগের কর্তাদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূলত মিড-ডে মিলের মান ঠিক রাখার বিষয়টি নিশ্চিত করাই এর উদ্দেশ্য। রাজ্য যাতে শুধু আইএসআই ছাপ দেওয়া পণ্যই কেনে, তা-ও দেখতে বলা হয়েছে তাঁদের। এর সঙ্গেই ছোট শিল্পও যাতে মান ঠিক রেখে আইএসআই ছাপ লাগায়, তা নিশ্চিত করতে আগ্রহী বিআইএস। ওই সব সংস্থার নথিভুক্তির জন্য লাইসেন্স ফি-তে ছাড়ও দিচ্ছে নিয়ন্ত্রকটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)