বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার নতুন অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চালু হল নতুন পেনশন প্রকল্প ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ (ইউপিএস)। নিউ পেনশন সিস্টেম বা এনপিএস-এর পাশাপাশিই থাকবে এটি। কর্মীরা যে কোনও একটি বাছতে পারবেন। এনপিএস থেকে ইউপিএসে আসা যাবে। আর্থিক পরিষেবা দফতর বলেছে, এ জন্য যেতে হবে https://www.npscra.nsdl.co.in-এ।
যদিও এই নতুন পেনশন প্রকল্প নিয়ে আপত্তি উঠেছে দেশজুড়ে। এতে কর্মীদের উপকার হবে না বলে অভিযোগ। মঙ্গলবার দেশে এর বিরুদ্ধে রেলের বিভিন্ন দফতর ও কারখানায় কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখায় ‘রেলওয়ে এমপ্লয়িজ় ফোরাম’। আহ্বায়ক নিরঞ্জন মহাপাত্র বলেন, ‘‘এক মাস ধরে রেলের বিভিন্ন দফতর ও কারখানায় প্রচার চালাচ্ছি, আগামী দিনেও বিক্ষোভ চলবে। আমরা চাই, নতুন প্রকল্প নয়,
পুরনো পেনশন স্কিম চালু করা হোক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)