Advertisement
০৪ মে ২০২৪

ইএসআইয়ে উৎসাহ দিতে প্রকল্প

যে-সব সংস্থা এখনও কর্মচারী রাজ্য বিমার (ইএসআই) আওতায় কর্মীদের আনেনি, তাদের নথিভুক্তির জন্য বিশেষ প্রকল্পের কথা জানাল সংশ্লিষ্ট নিগম। সংস্থাগুলিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মীদের এই সামাজিক সুরক্ষা ও চিকিৎসা বিমা প্রকল্পে নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইএসআই প্রকল্পে উৎসাহ দিতে বেশ কিছু সুবিধার কথাও ঘোষণা করেছে নিগম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০২:৩১
Share: Save:

যে-সব সংস্থা এখনও কর্মচারী রাজ্য বিমার (ইএসআই) আওতায় কর্মীদের আনেনি, তাদের নথিভুক্তির জন্য বিশেষ প্রকল্পের কথা জানাল সংশ্লিষ্ট নিগম। সংস্থাগুলিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত কর্মীদের এই সামাজিক সুরক্ষা ও চিকিৎসা বিমা প্রকল্পে নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইএসআই প্রকল্পে উৎসাহ দিতে বেশ কিছু সুবিধার কথাও ঘোষণা করেছে নিগম।

এক বিবৃতিতে নিগম জানিয়েছে, যে দিন সংস্থা এবং কর্মীরা নথিভুক্ত হবেন, সে দিন থেকেই তাঁরা বিমার আওতায় আসবেন। তার আগে তারা কর্মীদের ইএসআইয়ের আওতায় আনেনি বলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও ঘোষণা নিগমের। তবে যে-সংস্থাগুলি ৩১ মার্চের মধ্যে এই সুবিধা নেবে না, তাদের ক্ষেত্রে বকেয়া আদায়ের পুরনো নিয়মই বহাল থাকবে।

উল্লেখ্য, এখন রাজ্যে ই এস আইয়ে নথিভুক্ত রয়েছে ৩৬,৫০০ সংস্থা। আর এই বিমার আওতায় রয়েছেন প্রায় ১২.২৫ লক্ষ কর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE