এক দিকে আমেরিকায় সুদের হার কমার সম্ভাবনা। অন্য দিকে দেশে ডলারের সাপেক্ষে টাকার দামের পতন ও ভারতীয় পণ্যে শুল্ক বসায় অর্থনীতি নিয়ে আশঙ্কা। এই দুইয়ের জেরে প্রায় প্রতিদিন নতুন নজির তৈরি করছে সোনার দাম। আর হলুদ ধাতুর দামের এই দৌড়ে উৎসবের মরসুমের শুরুতে দিশেহারা ক্রেতা-বিক্রেতা এবং গয়নার কারিগরেরা।
মঙ্গলবার কলকাতার বাজারে খুচরো পাকা সোনা (১০ গ্রাম ২৪ ক্যারাট) পৌঁছেছে ১,১১,৬০০ টাকায়। জিএসটি নিয়ে ১,১৪,৯৪৮ টাকা। গয়নার সোনার (১০ গ্রাম ২২ ক্যারাট) দর দাঁড়িয়েছে ১,০৬,০৫০ টাকা। কর ধরে পেরিয়েছে ১,০৯,২৩১.৫ লক্ষ টাকা। দুই দরই তৈরি করেছে নতুন নজির। রেকর্ড গড়ে কেজিতে রুপোর বাট হয়েছে ১,২৯,৮০০ টাকা। খুচরোর দাম আরও ১০০ টাকা বেশি। জিএসটি ধরে তা ছাড়িয়েছে ১.৩৩ লক্ষের গণ্ডি।
আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের সুদ কমানোর সম্ভাবনায় লগ্নিকারীরা সুরক্ষিত গন্তব্য হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন। বিশ্ব বাজারে এতে তার দাম বাড়ছে। এ দিন দাঁড়িয়েছে আউন্স পিছু ৩৬৯৮.৯৪ ডলার। যার জের পড়েছে দেশে। তবে সুদ ছাঁটাইয়ের কথা মাথায় রেখে ভারতের বাজারে পুঁজি ঢালছেন লগ্নিকারীরা। যার হাত ধরে এ দিন সেনসেক্স ৫৯৪.৯৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৮২,৩৮০.৬৯ অঙ্ক। নিফ্টি ১৬৯.৯০ পয়েন্ট উঠে দাঁড়িয়েছে ২৫,২৩৯.১০-এ। ডলারের সাপেক্ষে বেড়েছে টাকার দরও। প্রতি ডলার ৭ পয়সা কমে হয়েছে ৮৮.০৯ টাকা।
কলকাতায় গয়নার পাইকারি বিক্রেতা চিত্তরঞ্জন পাঁজার বক্তব্য, ‘‘ফেড সুদের হার ছাঁটলে বাকি দেশগুলিও সেই পথে হাঁটতে পারে। ফলে সোনার দাম আরও বাড়তে পারে। সেই কারণে লগ্নি হিসেবে সোনার গয়নার চাহিদাও বাড়ছে।’’ তবে গ্রামাঞ্চলে ছবিটা খারাপ, মন্তব্য বনগাঁর গয়না ব্যবসায়ী বিনয় সিংহের। তিনি বলেন, ‘‘বন্যা-সহ নানা কারণে মফস্সলে মানুষের হাতে টাকা কম। বিক্রি প্রায় ৬০%-৭০% কমেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)