শহরে আরও একটি অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা চালু করল ‘ওটিএল ক্যাব’। মোবাইল অ্যাপ-এর মাধ্যমে দু’ধরনের ট্যাক্সি, ‘মিনি’ ও ‘সেডান’ পরিষেবা মিলবে এতে। সংস্থাটির দাবি, আলাদা করে কোনও ‘সার্জ চার্জ’ বা ‘রাইড চার্জ’ দিতে হবে না যাত্রীকে। আপাতত কলকাতায় প্রায় আড়াইশো গাড়ি চালাচ্ছে সংস্থাটি। এ বছরের মধ্যে তা ২,৫০০ ছোঁবে বলে দাবি তাদের। সংস্থা গাড়ির মালিকের কাছ থেকে গাড়িটি তিন বছরের জন্য লিজ নিয়ে নিজের চালক দিয়েই চালাবে। গাড়িতে যাত্রী সুরক্ষার জন্য দু’রকম ‘প্যানিক বাটন’ থাকবে।