ভূ-রাজনৈতিক অস্থিরতায় বিশ্ব অর্থনীতি অনেক দিন ধরেই দোলাচলের মধ্যে দিয়ে চলেছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা-ও অস্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) ভারতের জিডিপি ৬.৪%-৬.৭% হারে বাড়তে পারে বলে আশা প্রকাশ করলেন বাণিকসভা সিআইআইয়ের নবনিযুক্ত সভাপতি রাজীব মেমানি। এর পাশাপাশি, জিএসটি ব্যবস্থাকে সংস্কার করে ত্রিস্তরীয় করার পক্ষেও সওয়াল করেছেন তিনি। উল্লেখ্য, রিজ়ার্ভ ব্যাঙ্কের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৫%। সিআইআইয়ের অনুমান তার ঠিক মাঝামাঝি।
বাণিকসভার শীর্ষ পদের দায়িত্ব পাওয়ার পরে বৃহস্পতিবার দিল্লিতে প্রথম সাংবাদিক বৈঠক করেন রাজীব। সেখানে তাঁর বক্তব্য, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ভারতীয় অর্থনীতির উপরে কিছুটা চাপ অবশ্যই বাড়াবে। কিন্তু সেই ঘাটতি পূরণ করার জন্য এ দেশের পক্ষেও কিছু কিছু অনুকূল পরিস্থিতি কাজ করছে। রাজীবের ব্যাখ্যা, রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদ হ্রাস এবং নগদের জোগান বাড়ানোর পদক্ষেপের ফলে বাজারে চাহিদা বাড়বে। সেই সঙ্গে এই বছর ভাল বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে অর্থনীতি এগোতে পারে ৬.৪%-৬.৭% হারে।
এ দিন কয়েকটি পণ্যের কর কমানোর সঙ্গে পরোক্ষ কর ব্যবস্থার সংস্কারের পক্ষে সওয়াল করেছেন রাজীব। তাঁর বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর হোক ৫%, বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের ২৮%। বাদবাকি পণ্য থাকুক ১২-১৮ শতাংশের মধ্যে। একই সঙ্গে আরও আর্থিক সংস্কার, কৃত্রিম মেধা (এআই) এবং শ্রমনিবিড় উৎপাদন ক্ষেত্রে জোর দেওয়ার কথাও বলেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)