Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিদেশি লগ্নি নিয়ে সিদ্ধান্তে সাড়া দিল না শেয়ার বাজার

প্রথমত, এয়ার ইন্ডিয়ার ৪৯ শতাংশ পর্যন্ত শেয়ার বিদেশি লগ্নিকারীর হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে তারা। পাশাপাশি একক ব্র্যান্ডের রিটেল, নির্মাণ শিল্প এবং বিদ্যুৎ লেনদেনের ক্ষেত্রে বিদেশি লগ্নির নিয়ম আরও শিথিল করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০৩:০৩
Share: Save:

দেশে বিদেশি বিনিয়োগ আসার পথ আরও চওড়া করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার পদক্ষেপেও সাড়া দিল না শেয়ার বাজার। বরং বুধবার তা অগ্রাহ্য করেই কিছুটা পড়ল সূচক। টানা ৪ দিন ওঠার পরে সেনসেক্স ১০.১২ ও নিফ্‌টি ৪.৮০ পয়েন্ট পড়েছে। থেমেছে যথাক্রমে ৩৪,৪৩৩.০৭ ও ১০,৬৩২.২০ অঙ্কে। এর আগে গত চার দিনে সেনসেক্সের উত্থান হয়েছে ৬৪৯.৮১ টাকা। ডলারের সাপেক্ষে টাকার দাম অবশ্য ১১ পয়সা বেড়েছে। এক ডলার দাঁড়িয়েছে ৬৩.৬০ টাকা। এর আগে টানা দুই দিনে টাকার পতন হয়েছে ৩৪ পয়সা। বিদেশি বিনিয়োগ টানার জন্য কয়েকটি প্রস্তাবে এ দিন সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রথমত, এয়ার ইন্ডিয়ার ৪৯ শতাংশ পর্যন্ত শেয়ার বিদেশি লগ্নিকারীর হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে তারা। পাশাপাশি একক ব্র্যান্ডের রিটেল, নির্মাণ শিল্প এবং বিদ্যুৎ লেনদেনের ক্ষেত্রে বিদেশি লগ্নির নিয়ম আরও শিথিল করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stock market Sensex Nifty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE