নতুন বছরের প্রথম দিন শেয়ার বাজারের মুখ ভার ছিল। দ্বিতীয় দিনে গা ঝাড়া দিয়ে উঠল সূচক। শুক্রবার লেনদেনের মধ্যবর্তী সময়ে নিফ্টি গড়ল নতুন নজির। সেনসেক্স লাফাল ৫৫০ পয়েন্টের বেশি। তবে ডলারের নিরিখে টাকার দাম ফের পড়েছে।
এ দিন সেনসেক্স ৫৭৩.৪১ পয়েন্ট উঠে থেমেছে ৮৫,৭৬২.০১ অঙ্কে। নিফ্টি এক সময় ১৯৩ পয়েন্টেরও বেশি উঠে ২৬,৩৪০ পয়েন্টে পৌঁছে নজির তৈরি করে। পরে নেমে শেষ হয় ২৬,৩২৮.৫৫ অঙ্কে। আগের দিনের থেকে ১৮২ পয়েন্ট বেশি। সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, নিফ্টি পুরনো নজির ভাঙল ১৫ মাস পরে। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ২৬,২১৬.০৫ অঙ্কে পৌঁছেছিল। এই ১৫ মাসের হিসাবে ৭৪.১১ পয়েন্ট পিছিয়ে সেনসেক্স।
এ দিন ডলার ফের ৯০ টাকার ঘরে ঢুকেছে। ২২ পয়সা বেড়ে ৯০.২০ টাকা হয়েছে। পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিক বলেন, ‘‘ডলার ৯৩-৯৪ টাকায় পৌঁছতে পারে। জোর করে রাশ টানার চেষ্টা রফতানির পক্ষে ভাল না-ও হতে পারে। তা ছাড়া সে ক্ষেত্রে বাজারে ডলার ছাড়া হলে বিদেশি মুদ্রার ভান্ডারও কমবে।’’
বাজার বিশেষজ্ঞ কমল পারেখের বক্তব্য, ‘‘গত সওয়া এক বছর ধরে সূচক একই জায়গায় ঘোরাফেরা করছে। এ বছর ভাল মুনাফা দেবে বলে আশা করছি। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ভাল আর্থিক ফল প্রকাশ শুরু করেছে। তা ছাড়া প্রধানমন্ত্রীর বার্তা, বাজেটে আর্থিক সংস্কারের উল্লেখযোগ্য প্রস্তাব রাখা হবে। ফলে তার আগে সূচকের বড় লাফ দেখা যেতে পারে।’’ এ দিন বিদেশি লগ্নিকারীরা ২৮৯.৮০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)