Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্বেচ্ছাবসর নয়, ফের আশ্বাস নির্মলার

পশ্চিমবঙ্গে এখন স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) আহ্বায়কের দায়িত্ব রয়েছে ইউবিআইয়ের উপরে। সংযুক্তির পরে সেই দায়িত্ব পাবে নতুন ব্যাঙ্কটিই। 

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২২
Share: Save:

ব্যাঙ্ক সংযুক্তির পর কর্মীদের কারও চাকরি যাবে না বলে আশ্বস্ত করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ বার ইউনাইটেড ব্যাঙ্কের (ইউবিআই) এমডি-সিইও অশোক প্রধান জানালেন তাঁর ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স (ওবিসি) মিশে গেলেও কোনও কর্মীকেই স্বেচ্ছাবসর নিতে হবে না। তিনি জানান, সংযুক্তিকরণ কার্যকর হবে পরের বছরের ১ এপ্রিল। ব্যাঙ্কটির নাম ও লোগোও হবে নতুন।

শনিবার ব্যাঙ্ক তিনটির কর্তারা গ্রাহকদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের আশ্বাস, সংযুক্তিকরণের ফলে গ্রাহক পরিষেবা কোনও ভাবে ব্যাহত হবে না। বরং তার উন্নতি হওয়ারই সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গে এখন স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) আহ্বায়কের দায়িত্ব রয়েছে ইউবিআইয়ের উপরে। সংযুক্তির পরে সেই দায়িত্ব পাবে নতুন ব্যাঙ্কটিই।

কর্তার ঘোষণা

• পিএনবি, ইউবিআই, ওবিসি মেশার পরে নতুন ব্যাঙ্কটিই হবে পশ্চিমবঙ্গে এসএলবিসির আহ্বায়ক।
• রাজ্যে ব্যাঙ্কিং পরিষেবায় রাজ্য, কেন্দ্র, রিজার্ভ ব্যাঙ্ক, নাবার্ড ও বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে সমন্বয় রাখবে সেটি।
• নতুন ব্যাঙ্কটির সদর দফতর হতে পারে দিল্লিতে।
• নাম, লোগো হবে নতুন।
• যাবে না কাজ, স্বেচ্ছাবসরও নয়। ব্যাহত হবে না পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmala Sitharaman Bank Merger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE