ভারতের বাজার আরও বেশি করে বিদেশি সংস্থার জন্য খুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রের উপদেষ্টা নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম। তাৎপর্যপূর্ণ ভাবে সে জন্য মোদী সরকারকে আমদানি শুল্ক কমানো এবং বাণিজ্যে বাধা সরানোর পরামর্শও দিয়েছেন তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করে জানালেন, শীঘ্রই ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হতে পারে।
মোদী সরকার বার বারই দাবি করছে, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চললেও, দেশের স্বার্থের সঙ্গে আপস করা হবে না। কৃষক, দুধ বা দুগ্ধজাত পণ্য ক্ষেত্র বা ক্ষুদ্র-ছোট শিল্পের মঙ্গল অগ্রাধিকার। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কিছু বাধা রয়ে গিয়েছে। উল্লেখ্য, বাণিজ্য চুক্তির শর্ত হিসেবে আমেরিকার অন্যতম দাবি ছিল ভারতের বিরাট কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজারকে তাদের ব্যবসা করার জন্য খুলে দেওয়া।
সোমবার সুব্রহ্মণ্যমের দাবি, দু’দেশই বাণিজ্য চুক্তি করতে আগ্রহী এবং আশাবাদী। তাই সেপ্টেম্বরে বৈঠক হয়েছে। তবে চুক্তি না হলে পরের বছর গ্রীষ্মে সমস্যা হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)