Advertisement
E-Paper

২০০০-এর নোট ছাপানো বন্ধ করছে রিজার্ভ ব্যাঙ্ক?

শীর্ষ ব্যাঙ্কের একটি সূত্রের খবর, আগামী মাসেই বাজারে আসছে নতুন ২০০ টাকার নতুন নোট। আরবিআই-এর মহিশূরের ছাপাখানায় এই মুহূর্তে জোর কদমে চলছে সেই প্রস্তুতি। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, নতুন এই নোট বাজারে এলেই ২০০০ টাকার নোটের ছাপা বন্ধ করে দেবে শীর্ষ ব্যাঙ্ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৭ ১১:১৪

আপাতত ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর পরিবর্তে ২০০ টাকার নোট ছাপার উপর আরও জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি লাইভমিন্ট-এর একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশিত হয়েছে।

শীর্ষ ব্যাঙ্কের একটি সূত্রের খবর, আগামী মাসেই বাজারে আসছে নতুন ২০০ টাকার নতুন নোট। আরবিআই-এর মহিশূরের ছাপাখানায় এই মুহূর্তে জোর কদমে চলছে সেই প্রস্তুতি। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, নতুন এই নোট বাজারে এলেই আপাতত ২০০০ টাকার নোটের ছাপা বন্ধ করে দেবে শীর্ষ ব্যাঙ্ক।

এখনও এক বছরও হয়নি দেশের বাজারে এসেছে নতুন ২০০০ টাকার নোট। ২০১৬-র নভেম্বর মাসে বিমুদ্রাকরণের পর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই সময় ৬৩০ কোটি ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। তার পরিবর্তে এখনও পর্যন্ত ৩৭০ কোটি ২০০০ টাকার নোট ছাপা হয়েছে। যার মূল্য ৭৪০ লক্ষ কোটি টাকা। অন্য দিকে ১৪০০ কোটি নতুন ৫০০ টাকার নোট ছেপেছে রিজার্ভ ব্যাঙ্ক।

প্রথমে মনে করা হয়েছিল, বেশি মূল্যের নোট ছাপালে সহজেই নোট বাতিলের জেরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে লড়াই করা যাবে। কিন্তু পরে দেখা গেল, কম মূল্যের নোটের অপ্রতুলতার জন্য সমস্যা তৈরি হচ্ছে। এর পরেই বেশি করে ছোট নোট ছাপানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ ব্যাঙ্ক। কিছুদিন আগেই আরবিআই-এর তরফে ঘোষণা করা হয়েছিল, খুব শীঘ্রই নতুন ২০০ টাকার নোট ছাড়া হবে বাজারে।

তবে এ বিষয়ে বুধবার সংসদে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

New Notes RBI Demonetisation Rs 200 Notes Fake Notes Rs 2000 Notes Reserve Bank of India রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy