Advertisement
০৪ ডিসেম্বর ২০২৪

এ বার নেট ছাড়াই ট্যাক্সি বুক করার সুবিধা আনল ওলা

ওলা বুক করতে এ বার থেকে হাতের স্মার্ট ফোনটিতে ইন্টারনেট সংযোগ না-থাকলেও চলবে। কারণ, নেট ছাড়াই ট্যাক্সি বুক করার সুবিধা দিচ্ছে সংস্থা। বিভিন্ন ছোট শহরে এ নিয়ে ‘পাইলট’ প্রকল্প চলার পরে সম্প্রতি কলকাতা-সহ দেশের চার মেট্রো শহরে তা চালু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৬ ০২:৫২
Share: Save:

ওলা বুক করতে এ বার থেকে হাতের স্মার্ট ফোনটিতে ইন্টারনেট সংযোগ না-থাকলেও চলবে। কারণ, নেট ছাড়াই ট্যাক্সি বুক করার সুবিধা দিচ্ছে সংস্থা। বিভিন্ন ছোট শহরে এ নিয়ে ‘পাইলট’ প্রকল্প চলার পরে সম্প্রতি কলকাতা-সহ দেশের চার মেট্রো শহরে তা চালু হয়েছে।

ট্যাক্সি পরিষেবা সংস্থা ওলার দাবি, সঙ্গে স্মার্ট ফোন থাকলেও অনেকেরই সব সময় নেট সংযোগ পাওয়ার সুবিধা থাকে না। নেট পরিষেবা না-থাকতে পারে, ফুরিয়ে যেতে পারে ডেটা কার্ডের মেয়াদ, আবার গাড়ি বুকিংয়ের মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে নেট সংযোগ। কিন্তু এই সব পরিস্থিতিতেও যাতে ওলা-অ্যাপ দিয়ে গাড়ি বুক করা যায়, সে জন্য নতুন ব্যবস্থা চালু করেছে তারা। সে ক্ষেত্রে নেট না-থাকলেও মোবাইলের জিপিএস পরিষেবা চালু থাকতে হবে। এর পরে গোটা বুকিং প্রক্রিয়াটি চলবে এসএমএস মারফত। প্রথমে ওলা-অ্যাপে ‘বুক অফলাইন’ অংশে গিয়ে গাড়ি বুকের আবেদন করতে হবে। তখন ওলার নম্বর থেকে একটি নির্দিষ্ট এসএমএস (তাঁর অবস্থান-সহ) পাবেন যাত্রী। এসএমএস-টি ওলার ওই নম্বরে ফের পাঠিয়ে দিতে হবে। এর পরে সেই সময়ে কাছাকাছি থাকা গাড়ির তথ্য তাঁকে পাঠাবে সংস্থা। পছন্দের গাড়িটি বেছে নেওয়ার পরে তিনি সংশ্লিষ্ট গাড়ি ও চালকের তথ্যও এসএমএস মারফত পেয়ে যাবেন। চালকও পাল্টা তাঁর অবস্থান ও অন্যান্য তথ্য পেয়ে যাবেন।

ওলা জানিয়েছে, কেউ যদি ফোনে প্রথমে এই সুবিধা না-পান, তবে তাঁকে ওলা-অ্যাপটি ‘আপডেট’ করতে হবে।

অন্য বিষয়গুলি:

Ola cab Net
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy