চলতি বছরের ১ এপ্রিল থেকে বদলাচ্ছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের নিয়ম। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। সেখানে ব্যাঙ্কগুলিকে ইউপিআই ব্যবহারকারীদের তালিকা নিয়মিত আপডেট করতে বলা হয়েছে। পাশাপাশি, ব্যাঙ্কগুলিকে ইউপিআইয়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ হয়ে যাওয়া মোবাইল নম্বরগুলিকে ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে এনপিসিআই। অনলাইনে লেনদেনে গতি আনতে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র।
গত বছরের ১৬ জুলাই ইউপিআইয়ের ব্যবহারকে আরও বেশি সহজ লভ্য এবং গতিশীল করতে বৈঠক করেন স্টিয়ারিং কমিটির সদস্যরা। সেখানেই ইউপিআইয়ের তালিকা আপডেটের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এনপিসিআই। পরে বিষয়টি নিয়ে পরিষেবা প্রদানকারী ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা সারেন তারা। সেই মতো জারি হয়েছে সর্বশেষ নির্দেশিকা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যে মোবাইল নম্বরগুলি ইউপিআই অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা প্রত্যাহার করছেন, ব্যাঙ্ক এবং লেনদেন পরিষেবা প্রদানকারীদের (পেমেন্ট সার্ভিস প্রভাইডার বা পিএসপি) তার তালিকা সাপ্তাহিক ভিত্তিতে আপডেট করতে হবে।
চলতি বছরের ৩ মার্চ জারি হওয়া সার্কুলারে এনপিসিআই বলেছে, ‘‘ব্যাঙ্ক, পিএসপি এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রভাইডাররা (টিপিএপি) অব্যবহৃত মোবাইল নম্বরগুলি ছেঁটে ফেলতে ইউপিআইতে ভুলের সম্ভাবনা কমবে। তা ছাড়া কোন কোন গ্রাহক এই পরিষেবা নিয়মিত ভাবে ব্যবহার করছেন, সেটা পরিষ্কার ভাবে বোঝা যাবে।’’
সার্কুলারে আরও বলা হয়েছে, ইউপিআই অ্যাপগুলিকে ইউপিআই নম্বর সিডিং বা পোর্ট করার ক্ষেত্রে স্পষ্ট ভাবে অপ্ট আউট বিকল্প ব্যবহার করতে হবে। এ ব্যাপারে গ্রাহকের সম্মতি বাধ্যতামূলক। অন্যথায় সেটা করা যাবে না।