E-Paper

অশোকনগরের পর গোপালনগর, তেল-গ্যাস মেলার সম্ভাবনা বনগাঁতেও

ওএনজিসি এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর ধরে গোপানগরের আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুরে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস ও তেলের খোঁজে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৩
আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুরে ওএনজিসি-র প্রকল্প।

আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুরে ওএনজিসি-র প্রকল্প। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক তেল ও গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরুর কাজ চালাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। এ বার এই জেলারই বনগাঁর গোপালনগরেও প্রাকৃতিক তেল ও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনার কথা জানালেন সংস্থাটির কর্তৃপক্ষ।

ওএনজিসি এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর ধরে গোপানগরের আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুরে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস ও তেলের খোঁজে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওএনজিসি কর্তৃপক্ষের বেসিন ম্যানেজার মানসকুমার নাথ বুধবার আকাইপুর পঞ্চায়েত অফিসে তাঁদের সামাজিক দায়িত্ব প্রকল্প থেকে একটি অ্যাম্বুল্যান্স তুলে দিতে এসে বলেন, ‘‘তেল-গ্যাসের খোঁজ চলছে। পাওয়ার সম্ভাবনা আছে। আমরা আশাবাদী।’’

ওই কর্মসূচিতে উপস্থিত জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাস অবশ্য বলেন, ‘‘ওএনজিসি কর্তাদের সব কিছু প্রকাশ্যে বলার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে। ব্যক্তিগত ভাবে ওঁদের থেকে জেনেছি, কামদেবপুরে গ্যাসের ভান্ডার মিলেছে। কাছেই তেলের সন্ধানও পাওয়া গিয়েছে। শীঘ্র ‌খনন শুরু হবে। আর বাণিজ্যিক উত্তোলন শুরু হলে এলাকার অর্থনৈতিক ছবিই পাল্টে যাবে।’’

পঞ্চায়েত সূত্রের খবর, কামদেবপুরে প্রাথমিক ভাবে ২৪ বিঘা জমি ইজারা নিয়ে পরীক্ষা করছে ওএনজিসি। ৩১ জন চাষি স্বেচ্ছায় জমি দিয়েছেন। ওই এলাকার পঞ্চায়েত সদস্য রহমত মণ্ডল বলেন, ‘‘ওএনজিসি প্রথম পর্যায়ে তিন বছরের জন্য চাষিদের কাছ থেকে জমি ইজারা নিয়েছিল। বছরে বিঘাপ্রতি জমির জন্য দিয়েছে ৮০,০০০ টাকা করে। নতুন করে ফের চুক্তি হচ্ছে। এ বার বছরে এক বিঘার জন্য চাষিদের ওএনজিসি দিচ্ছে ১ লক্ষ টাকা করে।’’

ওএনজিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, জমি পেতে কোনও অসুবিধা হয়নি। সকলেই সহযোগিতা করছেন। চাষিরা জানাচ্ছেন, এলাকার স্বার্থে তাঁরা জমি দিতে রাজি আছেন। বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ জানান, ওএনজিসি কামদেবপুর এলাকায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ায় সব রকম সহযোগিতা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকেও সম্পূর্ণ সহযোগিতার কথা বলা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Natural gas Oil Fuel Bangaon

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy