Advertisement
E-Paper

কেজি বেসিনে ৮৮০ কোটি ডলারের বেশি ঢালবে ওএনজিসি

লক্ষ্য, আগামী ২০১৮-’১৯ সালের মধ্যে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় (কেজি বেসিন) তেল-গ্যাস উৎপাদন শুরু করা। আর সে জন্য ৮৮০ কোটি ডলার (৫৬,৭৬০ কোটি টাকা) বিনিয়োগ করার পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০১:৫৩

লক্ষ্য, আগামী ২০১৮-’১৯ সালের মধ্যে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় (কেজি বেসিন) তেল-গ্যাস উৎপাদন শুরু করা। আর সে জন্য ৮৮০ কোটি ডলার (৫৬,৭৬০ কোটি টাকা) বিনিয়োগ করার পরিকল্পনা করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)।

সংস্থার এক আধিকারিক জানান, দ্রুত উৎপাদন শুরু করার জন্য ৭,২৯৪ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা গভীর সমুদ্রের কেজি-ডি৫ ব্লকে আবিষ্কৃত তেল ও গ্যাস ভাণ্ডারকে ১২টি ভাগে ভাগ করেছে সংস্থা। আর লাগোয়া জি-৪ ব্লকের গ্যাসের ভাণ্ডারকে ভাঙা হয়েছে তিনটি ক্লাস্টারে।

প্রস্তাবিত ওই ৮৮০ কোটি ডলার খরচ করা হবে কূপ খনন, প্রক্রিয়াকরণের জন্য গ্যাস বয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় পাইপলাইন ইত্যাদির পেছনে। তেল তোলার পর তা পরিবহণ করা হবে একটি ভাসমান উৎপাদন ব্যবস্থায় (ফ্লোটিং প্রোডাকশন সিস্টেম)। তারপর সেখান থেকে পরিশোধনাগারে পাঠানোর জন্য তা পরিবাহিত হবে তেল বহনকারী জাহাজে। সূত্রের খবর, এর পেছনেও খরচ হবে বড় মাপের তহবিল।

880 crore dollar ongc kg basin oil and gas krishna godavari basin floating production system
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy