কোনও সংস্থায় ধর্মঘট ডাকার আগে ১৪ দিন সময় দিতে হতে পারে শ্রমিক সংগঠনগুলিকে। শনিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানান, সংসদের আগামী শীতকালীন অধিবেশনে শ্রম আইন সংস্কারের পথে হাঁটতে চায় কেন্দ্র। মূল চারটি শ্রম বিধির মধ্যে কমপক্ষে দু’টিকে পাশ করাতে চায় তারা। সেগুলি হল: সংস্থা-কর্মী সম্পর্ক এবং বেতন (এ ছাড়া রয়েছে সামাজিক সুরক্ষা এবং কর্মী সুরক্ষা)।
এই বিধির আওতায়তেই সংস্থা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে যে কোনও ধর্মঘটের আগে কমপক্ষে সংস্থাগুলিকে ১৪ দিন সময় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। ধর্মঘট যেমন কর্মীদের অধিকার, তেমনই সংস্থাগুলিও যাতে সমস্যায় না-পড়ে, তা নিশ্চিত করতেই এই প্রস্তাব বলে দাবি দত্তাত্রেয়র।