অনুৎপাদক সম্পদে কাহিল দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঋণে রিজার্ভ ব্যাঙ্ক বিধিনিষেধ (পিসিএ) জারি করতেই ক্ষোভে ফেটে পড়েছিল কেন্দ্র। অভিযোগ তুলেছিল, এতে পুঁজির জোগান ধাক্কা খাওয়ার। কিন্তু সোমবার শীর্ষ ব্যাঙ্কের ষাণ্মাসিক আর্থিক স্থিতিশীলতা রিপোর্ট জানাল, ব্যাঙ্কিং শিল্পের আর্থিক স্বাস্থ্য শোধরাতে কাজে দিয়েছে ওই পিসিএ ব্যবস্থাই। রাশ টানা সম্ভব হয়েছে এই শিল্পে বাড়তে থাকা লোকসানে।
রিপোর্টে দাবি, সেপ্টেম্বর পর্যন্ত অর্থবর্ষের প্রথম ছ’মাসে ব্যাঙ্কগুলিতে গত তিন বছরে এই প্রথম অনুৎপাদক সম্পদের অনুপাত কমেছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের দাবি, ‘‘দীর্ঘ দিন চাপে থাকার পরে ব্যাঙ্কিং ক্ষেত্র চাঙ্গা হওয়ার পথে।’’
দেউলিয়া আইন ব্যাঙ্ক ঋণ শোধের জমি আরও পোক্ত করবে বলেও জানিয়েছে রিপোর্ট। সওয়াল করেছে, এনবিএফসিগুলিতে নগদের সঙ্কট এড়াতে আর্থিক ক্ষেত্রের নিয়ন্ত্রকদের একসঙ্গে কাজ করার।