আর রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে নয়। এ বার থেকে একক ভাবেই আবাসন প্রকল্প গড়বে পিয়ারলেস। সেই অনুযায়ী নতুন প্রকল্পে ৫০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে তারা। তবে পিয়ারলেস কর্তৃপক্ষের দাবি, সরকারের সঙ্গে কোনও মতান্তর ঘটেনি। বরং রাজ্য নিজেই জানিয়েছে তারা কোনও সংস্থার সঙ্গেই যৌথ উদ্যোগে আবাসন প্রকল্পের শরিক হবে না। তাই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এত দিন বেঙ্গল পিয়ারলেস নামে আবাসন প্রকল্প গড়ত সংস্থাটি।
আবাসন শিল্পে ওই ৫০০ কোটি-সহ রাজ্যে মোট ১০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করেছে পিয়ারলেস গোষ্ঠী। বাকিটা ঢালা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে। গোষ্ঠীর এমডি জয়ন্ত রায় বলেন, “এ বার থেকে আবাসনে একক ভাবে লগ্নি করব। আগে রাজ্যের জমি ও আমাদের পুঁজির যৌথ উদ্যোগ ছিল বেঙ্গল পিয়ারলেসের প্রকল্প। এ বার নিউটাউনে নিজেরাই জমি কিনে আবাসন এবং বাণিজ্যিক প্রকল্প গড়ব। তার কাজ বছর চারেকের মধ্যে শেষ করাই লক্ষ্য।’’
পিয়ারলেসের এগ্জ়িকিউটিভ ডিরেক্টর সুপ্রিয় সিন্হা বলেন, স্বাস্থ্য পরিষেবায় ৫০০ কোটি টাকা লগ্নি করে কলকাতায় পিয়ারলেস হাসপাতালের লাগোয়া জমিতেই নতুন ক্যানসার হাসপাতাল গড়া হচ্ছে। ইতিমধ্যেই ৩০০ কোটি ঢালা হয়েছে। বাকি টাকাও এক বছরে লগ্নি করা হবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)