Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Post Offce

জমায় আছে, তবে বদলে নেই ডাকঘর

কেওয়াইসি-র শর্ত পূরণ করে থাকলে, সেভিংস অ্যাকাউন্টে জমা করা যাবে। ডাক পরিষেবার লেনদেনেও ব্যবহার করা যাবে ২০০০ টাকা।

An image of 2000 currency

ডাকঘরে ২০০০ টাকার নোট বদলানো যাবে না বলে সোমবার জানিয়ে দিল ডাক বিভাগ। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ০৫:৪১
Share: Save:

ডাকঘরে ২০০০ টাকার নোট বদলানো যাবে না বলে সোমবার জানিয়ে দিল ডাক বিভাগ। আজ থেকে সব ব্যাঙ্কের শাখায় এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দফতরে নোট বদল শুরু হবে। গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা জমাও করতে পারবেন। তবে ডাকঘরে এমন সুযোগ রয়েছে কি না, প্রশ্ন উঠছিল। ডাক বিভাগ জানিয়েছে, কোনও ডাকঘর কিংবা নগদ লেনদেনে যুক্ত ডাক বিভাগের দফতর নোট বদলের কাজ করবে না।

তবে কেওয়াইসি-র শর্ত পূরণ করে থাকলে, সেভিংস অ্যাকাউন্টে সেগুলি জমা করা যাবে। ডাক পরিষেবার লেনদেনেও ব্যবহার করা যাবে ২০০০ টাকা। কেউ তা প্রত্যাখ্যান করতে পারবে না। ডাকঘর এবং বিভিন্ন দফতরকে তাদের নির্দেশ, গ্রাহকদের যেন আর ২০০০-এর নোট দেওয়া না হয়। এটিএমেও ভরা যাবে না। কোথাও ভরা থাকলে, অবিলম্বে অন্য নোটে বদলাতে হবে।

অন্য বিষয়গুলি:

Post Offce Money Exchange Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE