হ্যাক হয়ে গেল এই মুহূর্তে দেশের অন্যতম বড় ও জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সংস্থা রিলায়েন্স জিওর গ্রাহক ডেটাবেস। নেট দুনিয়ায় মুহূর্তে বে-আব্রু হয়ে পড়ল কোটি কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য।
রবিবার সন্ধে থেকেই খবর ছড়িয়ে পড়েছিল হ্যাকড হয়েছে জিও-র গ্রাহক ডেটাবেস। হ্যাকের খবরটি নিয়ে টুইট করে জানিয়েছিলেন জিও-র বেশ কিছু গ্রাহক। সেই টুইটেই তাঁরা জানিয়েছিলেন, হ্যাক হওয়া তথ্য জানা যাচ্ছে ম্যাজিকএপিকে নামের একটি ওয়েবসাইট। এমনকী টুইটে জানানো হয়েছিল, কী ভাবে ওই ওয়েবসাইটে গিয়ে গ্রাহকরা দেখতে পাবেন তাঁদের নম্বর হ্যাক হয়েছে কী না। মুহূর্তে ভাইরাল হয়ে যায় টুইটগুলি। দেখা যায়, ম্যাজিকএপিকে ওয়েবসাইটে গিয়ে জিও-র যে কোনও নম্বর দিলেই গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানা দেখা যাচ্ছে। তবে মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত গ্রাহকদের আধার নম্বর বাইরে প্রকাশ করেনি ওই সংস্থা। গোটা বিষয়টি নজরে আসার পরেই নড়েচড়ে বসে রিলায়েন্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হ্যাকড হল জোম্যাটো, চুরি গেল প্রায় ১.৭ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য
জিও-র নম্বর দিলে এ ভাবেই গ্রাহকের সমস্ত ডেটা দেখা যাচ্ছিল ম্যাজিকএপিকে-তে
জিও-র অবশ্য দাবি, তাদের গ্রাহক ডেটাবেস সুরক্ষিত। হ্যাক হওয়া তথ্যগুলি ভুয়ো। জিওর এক মুখপাত্র জানান, গ্রাহকদের অভিযোগ পাওয়ার পরেই সংস্থার তরফে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রাহকদের সমস্ত তথ্যই সুরক্ষিত রয়েছে। ওই ওয়েবসাইটে দেওয়া গ্রাহকদের সমস্ত তথ্যও ভুল। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখে আইনের পথে ওই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে সংস্থা দাবি করলেও গ্রাহকদের দাবি, ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলি একেবারেই সঠিক।
রবিবার ঘটনার কথা চাউর হতেই আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে। ইউজারদের চাপে কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করে ওয়েবসাইটটি। পরে ওয়েবসাইটটি অ্যাকটিভ হলেও বর্তমানে গ্রাহকদের তথ্য আর দেখা যাচ্ছে না সেখানে।