E-Paper

কাটল জট, কলকাতায় অবশেষে বসছে গ্যাসের পাইপলাইন! বাড়ি বাড়ি সরবরাহ কবে থেকে?

সূত্রের খবর, গোটা রাজ্যে পাইপলাইন বসাতে রাস্তা খোঁড়ার যা খরচ, তার প্রায় পাঁচগুণ বেশি কলকাতা পুর এলাকায়। মিটারে প্রায় ৮৪৫ টাকা।

অঙ্কুর সেনগুপ্ত

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪০
প্রায় ৪ কিলোমিটার জুড়ে গ্যাস পাইপলাইন বসবে মার্চ থেকে।

প্রায় ৪ কিলোমিটার জুড়ে গ্যাস পাইপলাইন বসবে মার্চ থেকে। —প্রতীকী চিত্র।

রাস্তা খোঁড়ার খরচ সংক্রান্ত জটে এক বছরেরও বেশি আটকে ছিল প্রকল্প। সূত্রের খবর, অবশেষে তা খুলেছে। কলকাতায় বসতে চলেছে রান্নার গ্যাসের পাইপলাইন। যদিও তার মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস যাবে না এখনই। প্রকল্পের ভারপ্রাপ্ত বেঙ্গল গ্যাস কোম্পানির কর্তাদের দাবি, পুরো লাইন চালু হলে তবেই সেটা সম্ভব। সূত্র জানিয়েছে, ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুর থেকে যাদবপুর থানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে এই পাইপলাইন বসবে মার্চ থেকে। পুজোর আগেই বসানো হয়ে যাবে বলে আশা সংস্থার সিইও অনুপম মুখোপাধ্যায়ের।

সূত্রের খবর, গোটা রাজ্যে পাইপলাইন বসাতে রাস্তা খোঁড়ার যা খরচ, তার প্রায় পাঁচগুণ বেশি কলকাতা পুর এলাকায়। মিটারে প্রায় ৮৪৫ টাকা। এই নিয়ে পুর কর্তৃপক্ষের সঙ্গে চাপানউতোর চলছিল বেঙ্গল গ্যাসের। কিন্তু প্রকল্পের স্বার্থে আপাতত সংস্থাটি পুরসভার হাঁকা টাকাতেই এই ৪ কিমি পাইপলাইন বসাতে চলেছে। জানা গিয়েছে, পুরসভার থেকে চলতি সপ্তাহে মোট খরচের হিসাব আসার কথা। মার্চে সেই টাকা জমা করে পাইপ বসানো শুরু হবে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এই কাজে ৫-৬ মাস লাগতে পারে।

অনুপম বলেন, “আপাতত বেশি খরচে কলকাতায় পাইপ বসাচ্ছি। তাতে অন্তত কাজটা শুরু হোক। কিন্তু আমরাও সরকারি সংস্থা, সব পক্ষের সেটা বোঝা উচিত। এই অতিরিক্ত খরচ আখেরে প্রকল্পের মোট খরচে প্রভাব ফেলবে। সেটা অভিপ্রেত নয়।” জানা গিয়েছে, কলকাতা পুর এলাকায় মোট ৪০০০-৪৫০০ কিলোমিটার পাইপ বসবে। সংস্থা এই প্রকল্পে রাস্তা খোঁড়া ও তার ছাড়পত্র পাওয়ার খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ৮৪৫ টাকা করে নেওয়া হলে তা ছাপিয়ে যাবে। পুরসভা সূত্রের দাবি, পুর আইনে এই খরচ ধার্য আছে। ফলে তাতেই কাজ করতে হবে। অনুপমের অবশ্য আশা, আলোচনায় দ্রুত রফাসূত্র বেরোবে।

এ দিকে, কল্যাণীর গয়েশপুরের পরে লাইন বসানো নিয়ে জট খুলতে শিল্পসচিব বন্দনা যাদবকে চিঠি দিয়েছে বেঙ্গল গ্যাস। কারণ, তারা দ্রুত তা ব্যারাকপুর পর্যন্ত আনতে চায়। গঙ্গার অন্য পারে হুগলির মগরা থেকে উলুবেড়িয়া পাইপ বসানো হচ্ছে পুরোদমে। অনুপম জানান, ব্যারাকপুর থেকে বিটি রোড ধরে আরও একটি বসানো যায় কি না সমীক্ষা চলছে। রিপোর্ট জমা পড়লে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি বলেন, “বাড়িতে পাইপে রান্নার গ্যাস জোগানের প্রকল্প বারবার পিছোচ্ছে। তা দ্রুত শুরু করতে চাই। কারণ, এটা সময়ের দাবি। তাই সব দাবি মেনেই কলকাতায় পাইপ বসাচ্ছি। তাতে কাজটা শুরু হবে। না হলে আরও দেরি হবে।’’ সংস্থা সূত্রের খবর, হুগলির দু’তিনটি পুরসভা এলাকায় পুজোর আগে এবং নদিয়ার কল্যাণী ও উত্তর ২৪ পরগনার একাধিক পুর এলাকায় পুজোর পরে পাইপে রান্নার গ্যাস সরবরাহ শুরু হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gas pipe Cooking Gas

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy