Advertisement
০১ মে ২০২৪
Adani Group

আদানি কাণ্ডে পুনর্বিবেচনার আবেদন

গত মাসে একগুচ্ছ আবেদনের রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে ওঠা অভিযোগের বিভিন্ন দিক সবিস্তারে খতিয়ে দেখছে বাজার নিয়ন্ত্রক সেবি।

An Image Of Gautam Adani

গৌতম আদানি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:১৩
Share: Save:

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দামে কারচুপির অভিযোগের তদন্ত সিবিআই কিংবা বিশেষ তদন্তকারী দলকে দিয়ে করানোর আর্জি দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। যা গত ৩ জানুয়ারি শীর্ষ আদালত খারিজ করে দেয়। এ বার মামলাকারী অনামিকা জয়সওয়াল সেই নির্দেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে নতুন ভাবে আবেদন জানালেন। আইনজীবীর মাধ্যমে নিজের বক্তব্য জানিয়ে তাঁর দাবি, আদালতের রায়ে কিছু ‘ভ্রান্তি’ রয়েছে। তিনি নতুন কয়েকটি তথ্য দাখিল করতে চান।

গত মাসে একগুচ্ছ আবেদনের রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল, হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে ওঠা অভিযোগের বিভিন্ন দিক সবিস্তারে খতিয়ে দেখছে বাজার নিয়ন্ত্রক সেবি। তাদের তদন্তের পদ্ধতি সম্পর্কে অনাস্থা প্রকাশ করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এই রায় বড় স্বস্তি দিয়েছিল গৌতম আদানির শিল্প গোষ্ঠীকে। এ দফায় আবেদনকারীর আইনজীবী নেহা রাঠীর বক্তব্য, সেবির নজরদারিতেও অতীতে বড় ফাঁক দেখা গিয়েছিল। যার জেরে নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE