Advertisement
২১ মে ২০২৪
Export

Export: দীর্ঘমেয়াদি রফতানি পরিকল্পনায় জোর মোদীর

প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, একটি উন্নয়নশীল দেশকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে রফতানির ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ০৭:১৫
Share: Save:

কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই রফতানি বাড়ানোর দিকে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য গুরুত্ব দিচ্ছেন দেশে বৈদ্যুতিন পণ্য উৎপাদন, রফতানিযোগ্য পণ্য চিহ্নিত করা এবং নতুন রফতানি বাজারের দিকে। এ বার রফতানিকারী সংস্থাগুলির উদ্দেশে তাঁর পরামর্শ, এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করুক তারা। কী ভাবে বাণিজ্য বাড়ানো যায়, সে ব্যাপারে পরামর্শ দিক সরকারকে। বৃহস্পতিবার রাজধানী শহরে নতুন বাণিজ্য ভবনের উদ্বোধনী কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, একটি উন্নয়নশীল দেশকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে রফতানির ভূমিকা গুরুত্বপূর্ণ।

অতিমারির প্রথম ঢেউয়ের সময় বিশ্ব বাণিজ্য বিপুল ধাক্কা খেয়েছিল। কিন্তু আর্থিক কার্যকলাপ গতি পেতেই ফের তা বাড়তে থাকে। বাড়ে ভারতের রফতানিও। প্রধানমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবর্ষে পণ্য ও পরিষেবা মিলিয়ে ভারতের রফতানির অঙ্ক ৬৭,০০০ কোটি ডলারে (৫০ লক্ষ কোটি টাকা) পৌঁছেছে। এর মধ্যে পণ্য রফতানিই ৪০,০০০ কোটি ডলারের (৩০ লক্ষ কোটি টাকা)। তিনি বলেন, ‘‘অতীতের সাফল্যে উৎসাহিত হয়ে আমরা রফতানির লক্ষ্যমাত্রা বাড়িয়েছি। দ্বিগুণ করেছি প্রচেষ্টা। এই লক্ষ্যপূরণের জন্য সবার সমষ্টিগত প্রচেষ্টা জরুরি। শিল্পমহল, রফতানিকারী এবং রফতানি উন্নয়ন পর্ষদগুলি এখানে উপস্থিত আছে। তাদের কাছে আমার আবেদন, স্বল্পমেয়াদের পাশাপাশি নিজেদের জন্য দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা তৈরি করুক তারা।’’ এ দিন মন্ত্রকের এক পোর্টালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Export PM Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE