ফের খরচ বাড়ল সাধারণ মানুষের। বৃহস্পতিবার ডাক বিভাগ জানিয়েছে, পয়লা নভেম্বর থেকে ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে জমা টাকা কোনও ব্যাঙ্কের এটিএম থেকে তোলার চার্জ বাড়ছে। এখন মেট্রো শহরে তিনটি এবং অন্যান্য শহরে পাঁচটি আর্থিক লেনদেন বিনামূল্যে করতে পারেন ডাকঘর গ্রাহক। তার বেশি হলে লেনদেন পিছু ২০ টাকা ও জিএসটি দিতে হয়। তা হচ্ছে ২৩ টাকা। আর্থিক নয়, এমন কাজের (পিন নম্বর বদল, জমার অঙ্ক দেখা ইত্যাদি) চার্জ আট থেকে বেড়ে হচ্ছে ১১ টাকা, সঙ্গে জিএসটি।
তবে ডাক বিভাগের নিজস্ব এটিএম ব্যবহারের খরচ বাড়ছে না। সেখানে পাঁচটি আর্থিক লেনদেনের বেশি হলে ১০ টাকা এবং অন্যান্য কাজ পাঁচটির বেশি করলে পাঁচ টাকা করে দিতে হয়। নতুন এটিএম কার্ড নিতেও আগের মতোই ৩০০ টাকা লাগবে। কার্ডের বার্ষিক চার্জ ১২৫ টাকা এবং লেনদেনের বার্তা পাঠানোর মাসুল ১২ টাকা রয়ে গিয়েছে। প্রতিটি ক্ষেত্রেই এর উপর হিসাবহয় জিএসটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)