পণ্যের অনলাইন বাজারগুলিকে টক্কর দিতে এ বার পরিষেবা ঢেলে সাজাচ্ছে ডাক বিভাগ। বুধবার কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি জানান, সরকারি ই-কমার্স সংস্থা ওএনডিসি-র সঙ্গে ডাক বিভাগের বোঝাপড়া হয়েছে। এর ফলে সংস্থাটির যাবতীয় পণ্য ডাক পরিষেবার মাধ্যমে পরিবহণ করা যাবে। তা চালু হলে বেসরকারি ই-কমার্স সংস্থাগুলিকে প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে দাবি মন্ত্রীর। পণ্যের দাম যাতে অনলাইনে কিংবা ওয়ালেটের মাধ্যমে মেটানো যায়, সেই সুবিধাও পাবেন গ্রাহকেরা। ডাক বিভাগের তথ্যপ্রযুক্তি ২.০ কর্মসূচির অংশ এটি। ৪ অগস্টের মধ্যে দেশের ১.৬৫ লক্ষ ডাকঘর এই পরিষেবার আওতায় চলে আসবে। মন্ত্রী আরও জানান, চিঠিপত্রের লেনদেনকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)