চলতি মাসের গোড়া থেকে নাগাড়ে প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল ডাকঘরগুলিকে। সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গ অঞ্চলের পোস্ট-মাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় জানান, পরিষেবা অনেকটা স্বাভাবিক হয়েছে। অগস্ট থেকে নতুন ব্যবস্থা ভাল ভাবেই চলছিল। কিন্তু একটি ‘প্যাচ’-এর কারণে সারা দেশে সমস্যা দেখা দেয়। যার অভিঘাতে গত সপ্তাহেএক-দু’দিন নেট ছাড়াই কাজ করতে হয়েছে। এখন তা অনেকটা স্বাভাবিক।
সংশ্লিষ্ট মহলের খবর, এ দিন জিপিও-সহ সমস্ত ডাকঘরে স্বাভাবিক গতিতেই কাজ হয়েছে। পার্সেল বুকিং, স্পিড পোস্ট বুকিং বা সেভিংস ব্যাঙ্কের কাজ করতে পেরেছেন গ্রাহকেরা। জিপিও-র এক কর্মী বলেন, ‘‘গত ৭-৮ দিনের তুলনায় সমস্যা কম। তবে আর যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আর্জি জানাচ্ছি।’’
অন্য দিকে, ১৪-১৭ নভেম্বর সায়েন্স সিটিতে ডাক টিকিট মহোৎসবের আয়োজন করছে ডাকবিভাগ। বেঙ্গল সার্কলের সিজিএম অশোক কুমার জানান, ছ’বছর বাদে ফের এই উৎসব হচ্ছে শহরে। সেখানে একগুচ্ছ ডাকটিকিট প্রকাশ হবে। ডাক বিভাগ জানিয়েছে, জিপিও এলাকায় তিন বছরে ডাকটিকিট ডিপোজ়িট অ্যাকাউন্টে যোগদান ৪০% বেড়েছে। এই গ্রাহকেরা বিভিন্ন সময়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট পান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)