বিমার প্রিমিয়ামে জিএসটির হার কমিয়ে ৫% করতে পারে সরকার, খবর সূত্রের। মূলত স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার টার্ম প্রকল্পের প্রসার ঘটাতে খরচ কমানোই লক্ষ্য। সূত্র জানাচ্ছে, আগামী মাসের মাঝামাঝি জিএসটি পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ইতিপূর্বে এই সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী প্রবীণদের ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা এবং সকলের জীবন বিমার টার্ম প্রকল্পে জিএসটি ছাড়ের সুপারিশ করে।
কেন্দ্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে বণিকসভা বেঙ্গল চেম্বারের কর কমিটির চেয়ারম্যান বিবেক জালান বলেন, “এমন পদক্ষেপ গ্রহণের পরে কেন্দ্রীয় সরকারের আয় কমলেও, বিমার মতো সুরক্ষা প্রকল্পে কর কম থাকাই উচিত। তবে বিমা সংস্থাগুলি কমিশনের জন্য খরচের উপর আগে মেটানো করের টাকা ফেরতের (আইটিসি) সুবিধা পায়। নতুন হার চালু হলেও ওই সুবিধা তাদের পাওয়ার কথা। জিএসটি এবং আইটিসি-র সুবিধা সরাসরি প্রিমিয়াম কমাতে পারে। যে সব সংস্থা কর্মীদের জন্য গোষ্ঠী বিমার প্রিমিয়াম মেটায়, তাদের জন্যেও এই সুবিধা চালু করা উচিত। তাতে অনেক সংস্থা গোষ্ঠী বিমা আনতে উৎসাহিত হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)