হোটেল-রেস্তরাঁয় রান্নার বাণিজ্যিক সিলিন্ডারের দাম জুলাইয়ে ফের কমল। সোমবার রাতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ঘোষণা অনুযায়ী, কলকাতায় তা ৫৭ টাকা কমে হল ১৭৬৯ টাকা। তবে একই রইল সাধারণ মানুষের জ্বালানির খরচ। কলকাতায় তাঁদের রান্নার গ্যাস কিনতে হবে ৮৭৯ টাকায়। পেট্রল থাকল লিটারে ১০৫.৪১ টাকা এবং ডিজ়েলের দাম ৯২.০২ টাকা।
সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ব বাজারে অশোধিত তেলের ব্যারেল ৬০ ডলারে নামার পরেও দেশে পেট্রল-ডিজ়েল সস্তা হয়নি। তাই এখন দাম কমার আশা করেননি বেশির ভাগই। কারণ, ইজ়রায়েল-ইরান যুদ্ধের কারণে বিশ্ব বাজারে দর চড়ে। এখন যদিও তা ৬৬-৬৭ ডলারে। তবে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার সস্তা হওয়ার প্রত্যাশা ছিল। যা এ বারেও পূর্ণ হল না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)