Advertisement
২৩ এপ্রিল ২০২৪

‘বিকিনি এয়ার’ ভারতে

শুধু বিজ্ঞাপনে নয়, কর্তৃপক্ষের দাবি, বিশেষ কয়েকটি দিনেও বিকিনি পরে যাত্রীদের পরিষেবা দেন বিমানসেবিকারা। যার মধ্যে অন্যতম নতুন রুটে প্রথম উড়ান।

আদতে নাম ভিয়েতজেট, তবে ‘বিকিনি এয়ারলাইন্স’ নামেই পরিচিত ভিয়েতনামের এই সংস্থা। ছবি: সংগৃহীত।

আদতে নাম ভিয়েতজেট, তবে ‘বিকিনি এয়ারলাইন্স’ নামেই পরিচিত ভিয়েতনামের এই সংস্থা। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ০৪:০৪
Share: Save:

বিশ্ব তাকে চেনে ‘বিকিনি এয়ারলাইন্স’ নামে। ২০১১ সালে সংস্থা বিজ্ঞাপনে বিমানসেবিকাদের বিকিনি পরা ছবি দিয়ে প্রচারে নামার পর থেকেই। আদতে নাম ভিয়েতজেট। ভিয়েতনামের এই বেসরকারি বিমান সংস্থা এ বার পা রাখছে ভারতে।

শুধু বিজ্ঞাপনে নয়, কর্তৃপক্ষের দাবি, বিশেষ কয়েকটি দিনেও বিকিনি পরে যাত্রীদের পরিষেবা দেন বিমানসেবিকারা। যার মধ্যে অন্যতম নতুন রুটে প্রথম উড়ান। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে বলেও জানাচ্ছে সূত্র। তাদের দাবি, বিষয়টি ঘিরে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। জরিমানাও হয়েছে তাদের।

২০০৭ সালে ভিয়েতনামের ধনকুবের যুবতী হুয়েন থান হা-এর হাত ধরে যাত্রা শুরু ভিয়েতজেটের। সূত্রের দাবি, ব্যবসার সম্ভাবনা আঁচ করে এই প্রথম তারা উড়ান চালাবে ভারত থেকে। ৬ ডিসেম্বর দিল্লি থেকে হো-চি-মিন সিটি রুট চালু হবে। এর আগে ভিয়েতনাম-ভারতের সরাসরি উড়ান ছিল না। অক্টোবরে কলকাতা-হো চি মিন সিটি সরাসরি উড়ান চালানোর কথা জানিয়েছে ইন্ডিগো। তার পরেই ডিসেম্বরে ‘বিকিনি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

VietJet Bikini Airline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE