Advertisement
E-Paper

ত্রৈমাসিক আর্থিক ফলাফল

জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট লোকসান হয়েছে সাড়ে ১৭ কোটি টাকার বেশি। তার আগের বছর এই সময়ে তাদের লোকসানের পরিমাণ ছিল ৭৭.৩১ কোটি টাকা। কার্যকরী মোট আয়ও ৯২৮.০৮ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,০৪৯.৪৬ কোটি টাকায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:২৪

ফোর্টিস হেল্‌থকেয়ার

জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট লোকসান হয়েছে সাড়ে ১৭ কোটি টাকার বেশি। তার আগের বছর এই সময়ে তাদের লোকসানের পরিমাণ ছিল ৭৭.৩১ কোটি টাকা। কার্যকরী মোট আয়ও ৯২৮.০৮ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,০৪৯.৪৬ কোটি টাকায়। ২০১৪-’১৫ অর্থবর্ষে সংস্থার নিট লোকসান হয়েছে ১৪৩.৭ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে তাদের নিট মুনাফা হয়েছিল ১২২.৫৪ কোটি। কার্যকরী মোট আয়ও কমে দাঁড়িয়েছে ৪,০৮৮.৬৩ কোটিতে। গত অর্থবর্ষে সংস্থা বিদেশে নিজেদের ব্যবসা বিক্রি করেছে। যে কারণে এই ফল ২০১৩-’১৪ অর্থবর্ষের সঙ্গে তুলনীয় নয় বলেই জানিয়েছে তারা। আগামী দিনে ভারতকেই পাখির চোখ করে এগোতে চায় এই চিকিৎসা পরিষেবা সংস্থাটি।

ব্যাঙ্ক অব ইন্ডিয়া

অনুৎপাদক সম্পদ বৃদ্ধির হাত ধরে ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট লোকসান হয়েছে ৫৬ কোটি টাকারও বেশি। তার আগের বছর ব্যাঙ্কটির নিট মুনাফা হয়েছিল ৫৫৭.৫১ কোটি টাকা। ঋণের সাপেক্ষে তাদের মোট অনুৎপাদক সম্পদের পরিমাণও এই সময়ে ৩.১৫ শতাংশ থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৫.৩৯ শতাংশে। তবে এর মধ্যেই মোট আয় বেড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির। হয়েছে প্রায় ১২,২৮৭ কোটি। ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা ৩৭% কমে হয়েছে প্রায় ১,৭০৯ কোটি টাকা। সামগ্রিক ভাবেও তা কমেছে ৩২.৬%। তবে বেড়েছে মোট আয়।

হিন্দালকো

গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে অ্যালুমিনিয়াম সংস্থার নিট মুনাফা ৩৬% কমে দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকায়। নিট বিক্রি অবশ্য ১০% বেড়ে হয়েছে ৯,২১৯ কোটি। ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা ৩৫% কমে দাঁড়িয়েছে ৯২৫ কোটিতে। এই সময়ে নিট বিক্রি বেড়েছে ২৪%। হয়েছে ৩৪,০৯৪ কোটি।

Quarterly Result Bank of India Hindalco fortis healthcare
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy