ভারতের সঙ্গে আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা একেবারে শেষ পর্যায়ে। ইন্দোনেশিয়া যে ভাবে তাদের বাজার খুলে দিয়েছে, এ দেশের ক্ষেত্রেও তেমন চুক্তি হতে চলেছে— এই মন্তব্য করে ইতিমধ্যেই আশঙ্কা বাড়িয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে চুক্তির শর্ত নিয়ে সাবধান করলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর বার্তা, ভারতকে অত্যন্ত সতর্ক হয়ে এবং বুদ্ধি করে চুক্তির শর্ত চূড়ান্ত করতে হবে, বিশেষত কৃষি নিয়ে। না হলে এ দেশের ছোট চাষিরা সমস্যায় পড়তে পারেন। কারণ, আমেরিকার মতো উন্নত দেশ কৃষকদের মোটা ভর্তুকি দেয়, যে সুবিধা এখানে নেই।
বস্তুত, ওয়াশিংটন চাইছে এ দেশ কৃষি এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক। কিন্তু নয়াদিল্লি তাতে নারাজ। রাজনও এ ক্ষেত্রে আপসের পক্ষপাতী নন। বরং দুধ থেকে চিজ়, মিল্ক পাওডারের মতো পণ্য তৈরির ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ বিদেশি লগ্নিতে উৎসাহ দিতে বলছেন, যাতে দেশীয় উৎপাদকেরা উন্নত ব্যবস্থায় উপকৃত হন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে রাজনের বার্তা, ট্রাম্প-শুল্কের ধাক্কায় ভারতের আর্থিক বৃদ্ধি বর্তমান ৬-৭ শতাংশ থেকে অতি সামান্য কমতে পারে। তবে দীর্ঘ মেয়াদে চিন এবং অন্যান্যদের উপরে তুলনায় বেশি শুল্ক চাপলে এ দেশের সামনে উৎপাদন কেন্দ্র হয়ে ওঠার সুযোগ খুলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)