E-Paper

রেল প্রকল্প থমকে রাজ্যে, রাজ্য প্রশাসনের অসহযোগিতার দিকে আঙুল তুলছে কেন্দ্র

রাজ্যে প্রস্তাবিত রেল ও মেট্রো প্রকল্পগুলি রূপায়ণে কেন্দ্র কতটা কাজ করেছে, তা জানতে চেয়ে রেলমন্ত্রীর কাছে লিখিত প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৮:৫১

—প্রতীকী চিত্র।

রাজ্য প্রশাসনের সহযোগিতার অভাবে পশ্চিমবঙ্গে প্রকল্পের কাজ শেষ করা যাচ্ছে না বলে লোকসভায় দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে প্রস্তাবিত রেল প্রকল্পগুলি রূপায়ণের জন্য যে জমি প্রয়োজন, তার মাত্র ২৭% পাওয়া গিয়েছে। প্রকল্প সম্পূর্ণ করার জন্য দরকার ৩৩১৪ হেক্টর জমি। রেলের হাতে মাত্র ১২৫০ হেক্টর এসেছে। বাকি ২০৬৪ হেক্টর নানা জটে আটকে থাকায় প্রকল্প সম্পূর্ণ করা যাচ্ছে না।

এ দিন রাজ্যে প্রস্তাবিত রেল ও মেট্রো প্রকল্পগুলি রূপায়ণে কেন্দ্র কতটা কাজ করেছে, তা জানতে চেয়ে রেলমন্ত্রীর কাছে লিখিত প্রশ্ন রেখেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লিখিত উত্তরে মন্ত্রী জানান, নবদ্বীপ ঘাট-নবদ্বীপ ধাম, সাঁইথিয়া বাইপাস লাইন, নৈহাটি-রানাঘাট তৃতীয় লাইনের মতো কিছু ক্ষেত্রে কাজ শুরুই করা যায়নি। কাজ থমকে রয়েছে দেশপ্রাণ-নন্দীগ্রাম রেল প্রকল্পের একাংশে। আইন শৃঙ্খলার সমস্যায় জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় সমীক্ষাটুকুও করা যায়নি।

এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য উল্লেখ করে বৈষ্ণব জানান, রাজ্যে মোট ৬৭,৯৯১ কোটি টাকায় ৪২টি প্রকল্পের কাজ চলছে। প্রস্তাবিত ৪৪০২ কিমি রেলপথের মধ্যে ২৩,৪১০ কোটি টাকা ব্যয়ে ১৭০২ কিমি-র কাজ সম্পূর্ণ হয়েছে। এ ছাড়াও গত তিন বছরে ৯৭টি প্রকল্পের সমীক্ষা হয়েছে। এর মধ্যে ১০টি নতুন লাইন ও ৮৭টি ডাবল লাইন প্রকল্প রয়েছে। বিভিন্ন প্রকল্প রূপায়ণে ২০০৯-২০১৪ সালে ইউপিএ সরকারের ৪৩৮০ কোটি টাকা বরাদ্দের তুলনায় শুধু ২০২৫-২৬ অর্থবর্ষেই রাজ্যের জন্য ১৩,৯৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Railways government projects

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy