Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Moratorium loan

দেওয়া হয়েছে নির্দেশ, জানাল আরবিআই

দুর্গা পুজোর মধ্যে গত সপ্তাহে ২ কোটি টাকা বা তার কম ঋণে এই সুদের উপরে সুদ মকুবের নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০৩:১৫
Share: Save:

কিস্তি স্থগিত থাকার সময়ে (মোরাটোরিয়াম) সুদের উপরে সুদ মকুবের টাকা গ্রাহকদের ঋণ অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু করেছে ঋণদাতারা। ৫ নভেম্বরের মধ্যে তা করতে বলা হয়েছে বলে সুপ্রিম কোর্টে পেশ করা নতুন হলফনামায় জানাল রিজার্ভ ব্যাঙ্ক। সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির কথা।

দুর্গা পুজোর মধ্যে গত সপ্তাহে ২ কোটি টাকা বা তার কম ঋণে এই সুদের উপরে সুদ মকুবের নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার পরে গত সপ্তাহে এক নির্দেশিকায় নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণদাতা ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তা মানতে বলে শীর্ষ ব্যাঙ্ক। সেই সঙ্গে নির্দেশিকার বিষয়টি সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে স্পষ্ট করেছিল কেন্দ্রও। এ বার সেই একই পথে হাঁটল আরবিআই।

ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার দাসের মাধ্যমে দাখিল করা হলফনামায় শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, সমস্ত শহুরে সমবায়, রাজ্য সমবায়, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, গৃহঋণ সংস্থা -সহ সব এনবিএফসিকে নির্দেশিকা অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moratorium loan RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE