আন্তর্জাতিক লেনদেনে ভারতীয় মুদ্রার ব্যবহার বাড়াতে আগ্রহী রিজ়ার্ভ ব্যাঙ্ক। এ বার সেই লক্ষ্যে ভারতীয় ব্যাঙ্ক ও বিদেশে তাদের শাখাগুলি যাতে বিদেশি ঋণগ্রহীতাদের টাকায় ধার দিতে পারে, সে জন্য কেন্দ্রের অনুমতি চেয়েছে তারা। সূত্রের খবর, গত মাসে এ জন্য অর্থ মন্ত্রকের কাছে প্রস্তাব পেশ করেছে শীর্ষ ব্যাঙ্ক। প্রাথমিক ভাবে বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার মতো পড়শি দেশের সংস্থাগুলিকে এ ভাবে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র জানাচ্ছে, তা সফল হলে অন্যান্য দেশে এই ব্যবস্থা ছড়ানো হতে পারে। যদিও এ নিয়ে আরবিআই বা অর্থ মন্ত্রক কোনও মন্তব্য করেনি।
বর্তমানে ভারতীয় ব্যাঙ্কগুলির বিদেশি শাখা অন্যান্য দেশের মুদ্রাতেই ঋণ দিতে পারে। সেটাও আবার মূলত দেওয়া হয় বিদেশে কাজ করা ভারতীয় সংস্থাগুলিকে। এ দিকে, ওই পড়শি চার দেশের সঙ্গে প্রায় ৯০% বাণিজ্য চলে ভারতের। গত অর্থবর্ষে যার অঙ্ক ছিল প্রায় ২৫০০ কোটি ডলার। এই পরিস্থিতিতে বিদেশে টাকায় ঋণ দেওয়ার কথা ভাবছে শীর্ষ ব্যাঙ্ক। তবে তা ব্যবহার হবে শুধু বাণিজ্যের জন্যই।
বিশ্ব জুড়ে ভারতীয় টাকাকে জনপ্রিয় করতে অনাবাসীদের বিদেশে রুপি অ্যাকাউন্ট খোলায় সায় দিয়েছে আরবিআই। ভস্ত্রো অ্যাকাউন্ট থাকা বিদেশি ব্যাঙ্কগুলির জন্য স্বল্পমেয়াদি সরকারি ঋণপত্র কেনার ঊর্ধ্বসীমা তুলতে কেন্দ্রের সায় চেয়েছে তারা। ভারত সংযুক্ত আরব আমিরশাহি, ইন্দোনেশিয়া, মলদ্বীপের মতো দেশের সঙ্গে স্থানীয় মুদ্রা ব্যবহারের চুক্তি-সহ আরও বেশ কিছু পদক্ষেপও করেছে। এই অবস্থায় রিজ়ার্ভ ব্যাঙ্কের উদ্যোগে কেন্দ্র সায় দিলে বিশ্বে টাকায় লেনদেন বাড়ানো যাবে, মত সংশ্লিষ্ট মহলের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)