সিমেন্ট এবং রাস্তা তৈরির ব্যবসা ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল রিলায়্যান্স ইনফ্রা। আগামী মার্চের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে তাদের আশা। অনিল অম্বানীর সংস্থাটি জানিয়েছে, আগামী দিনে প্রতিরক্ষা ব্যবসাতে জোর দিতেই এই সিদ্ধান্ত।
ব্যবসা ছেড়ে বেরিয়ে আসার জন্য তাদের ১১টি তৈরি হয়ে যাওয়া প্রকল্প বিক্রি করবে তারা। ইতিমধ্যেই এই প্রকল্পগুলিতে ৮,৮০০ কোটি টাকা লগ্নি করেছে রিলায়্যান্স ইনফ্রা। পাশাপাশি, বছরে ৫৬ লক্ষ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সিমেন্ট ব্যবসাও বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রসঙ্গত, মাত্র কয়েক বছর আগেই এই সিমেন্ট ব্যবসায় পা রেখেছিল সংস্থা।
বুধবার রিলায়্যান্স ইনফ্রার চিফ এগ্জিকিউটিভ অফিসার এম এস মেটা বলেন, ভবিষ্যতে কম মূলধন প্রয়োজন এমন ব্যবসায় পা রাখতে আগ্রহী তাঁরা। সম্প্রতি প্রতিরক্ষায় লগ্নির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা, যাতে তুলনায় কম মূলধন প্রয়োজন। অথচ এই ক্ষেত্রে শেয়ারে রিটার্ন তুলনায় অনেকটাই বেশি বলে তাঁর দাবি। পরিচালন পর্ষদ ব্যবসা বিক্রির অনুমতি ইতিমধ্যেই দিয়েছে বলে জানিয়েছেন মেটা।