Advertisement
২৭ মার্চ ২০২৩
5G Network

5G: ৮৮,০৭৮ কোটি টাকার ৫জি স্পেকট্রামের বরাত পেলেন মুকেশ অম্বানী, ঘোষণা কেন্দ্রের

৫ জি স্পেকট্রামের জন্য সবচেয়ে বড় বরাতটি হস্তগত করেছে রিল্যায়্যান্স জিয়ো সংস্থা, জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গ্রাফিক— শৌভিক দেবনাথ

গ্রাফিক— শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৯:২৪
Share: Save:

মুকেশ অম্বানীর সংস্থা রিল্যায়্যান্স জিয়ো সবচেয়ে বেশি বরাত পেয়েছে ফাইভ জি স্পেকট্রামের, জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অম্বানীর সংস্থা ফিফথ জেনারেশন বা ৫জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে। যদিও এই দৌড়ে থাকা আরেক শিল্পপতি গৌতম আদানি থেমেছেন ২১২ কোটি টাকার বরাতেই।

Advertisement

কেন্দ্র জানিয়েছে, মোট ১০টি ব্যান্ডের ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে ৭১ শতাংশই বিক্রি হয়ে গিয়েছে। গত ২৬ জুলাই শুরু হয় স্পেকট্রামের নিলাম। টেলিকম মন্ত্রক জানিয়েছে, প্রথম দিনেই ১.৪৫ লক্ষ কোটি টাকা দর ওঠে নিলামে। সোমবার ৪০ রাউন্ড নিলামের পর স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়াটি শেষ হয়েছে। কেন্দ্র জানিয়েছে দেড় লক্ষ কোটি টাকার স্পেকট্রাম বিক্রি হয়েছে।

এর মধ্যে রিল্যায়্যান্স বিভিন্ন ব্যান্ডের ৭০০ মেগাহার্টজের স্পেকট্রাম কিনেছে। এই স্পেকট্রামের সাহায্যে ৬-১০ কিলোমিটার পর্যন্ত সিগন্যাল পাওয়া যাবে। আদানির সংস্থা কিনেছে ২৬ গিগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম। এই স্পেকট্রাম অবশ্য সাধারণ জনগণের জন্য নয়। এ ছাড়া ভারতী এয়ারটেল ৪৩ হাজার ৮৪ কোটি টাকার স্পেকট্রাম, ভোডাফোন ১৮ হাজার ৭৮৪ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে।

কেন্দ্র জানিয়েছে, সরকার এই ৫জি স্পেকট্রাম বন্টনের পর প্রথম বছরে ১৩ হাজার ৩৬৫ কোটি টাকা উপার্জন করবে। অক্টোবরেই দেশ জুড়ে শুরু হয়ে যাবে ৫জি পরিষেবা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.