Advertisement
০৫ মে ২০২৪
Business news

জিও-কে ধন্যবাদ দিল ফেসবুক, কেন জানেন?

রেকর্ড সংখ্যক গ্রাহক পাওয়ায় রিলায়্যান্স জিও-কে ধন্যবাদ দিলেন ফেসবুক সিইও ডেভিড ওয়েনার। বুধবার ফেসবুকের আয় সংক্রান্ত একটি মাসিক বৈঠক ছিল।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৬
Share: Save:

রেকর্ড সংখ্যক গ্রাহক পাওয়ায় রিলায়্যান্স জিও-কে ধন্যবাদ দিলেন ফেসবুক সিইও ডেভিড ওয়েনার। বুধবার ফেসবুকের আয় সংক্রান্ত একটি মাসিক বৈঠক ছিল। সেখানেই ফেসবুকের সিইও জানান, ফেসবুকের মাসিক এবং দৈনিক অ্যাকটিভ ইউজারের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। এর মূলে রিলায়্যান্স জিও। কারণ, এ সবই নাকি হয়েছে রিলায়্যান্স জিও-র ফ্রি সার্ভিস চালু হওয়ার পর থেকেই।

তিনি জানান, রিলায়্যান্স জিও ফ্রি সার্ভিস ডেটা আনার পর পরই ভারতে ইন্টারনেটের ব্যবহার দ্বিগুণ হয়েছে। আর ইন্টারনেটের ব্যবহার দ্বিগুণ হওয়ায় ফেসবুকের ব্যবহারও আগের থেকে বেড়েছে। যাঁরা আগে ফেসবুক ব্যবহার করতেন না বা যাঁরা খুব কম ফেসবুক ব্যবহার করতেন, এখন তাঁরাও ভীষণ ভাবে ফেসবুকে সক্রিয়। যার ফলে গত বছরে শুধুমাত্র ভারত থেকেই ফেসবুকের ৩১ কোটি টাকা লাভ হয়েছে বলে তিনি জানান। বর্তমানে সারা ভারতে ফেসবুকের মোট ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ৫০ লক্ষ।

রিলায়্যান্স জিও-র পাশাপাশি অবশ্য ফেসবুকের সদ্য চালু হওয়া ‘ফেসবুক লাইট’ অ্যাপটিরও প্রশংসা করেছেন তিনি। খুব দ্রুত ডাউনলোড হওয়ায় ফেসবুক লাইট অ্যাপ সহজেই জনপ্রিয়তা অর্জন করেছে। ফেসবুকের একটি ছবি বা ভিডিও ডাউনলোড হতে সময়ও খুব কম লাগছে। ডেভিড জানান, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে এ-ও একটা কারণ।

আরও পড়ুন: ফিরতে না দেয় যদি? ভয়ে আমেরিকা ছাড়ছেন না যাদবপুরের দম্পতি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance ji Facebook
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE