রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) সুদের হারে আপাতত হচ্ছে না কোনও বদল। বুধবার, ৬ অগস্ট তিন দিনের মুদ্রানীতি কমিটি বা এমপিসির (মনিটারি পলিসি কমিটি) বৈঠকের পর এ কথা ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত থাকায় ৫.৫ শতাংশে স্থির রয়েছে সেটি। গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম রেপো রেটে কোনও বদল করল না আরবিআইয়ের এমপিসি।
এদিন মুদ্রানীতি কমিটির বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র। সেখানে তিনি বলেন, ‘‘এমপিসির ছয় সদস্যের সর্বসম্মতিতে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত সুদের হার সব মিলিয়ে ১০০ বেসিস পয়েন্ট কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জুনের বৈঠকে শেষবার ৫০ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত নেয় আরবিআই। ফলে ছয় শতাংশ থেকে কমে রেপো রেট ৫.৫ শতাংশে নেমে আসে।
আরও পড়ুন:
জুনের বৈঠকে আরবিআইয়ের রেপো রেট হ্রাস করার মূল যুক্তি ছিল মুদ্রাস্ফীতির হারকে নিয়ন্ত্রণ। সেখানে অনেকটাই সাফল্য পাওয়া গিয়েছে মনে করেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর মলহোত্র। তিনি জানিয়েছেন, ঘরোয়া বাজারে খাদ্যদ্রব্যের দাম সে ভাবে বাড়েনি। তাই আপাতত রেপো রেট হ্রাসের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
গত ৪ অগস্ট থেকে শুরু হয়ে বুধবার, ৬ অগস্ট শেষ হয় রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক। সেখানে রেপো রেট অপরিবর্তিত থাকায় ভাসমান সুদের হার বাড়ি ও গাড়ির ঋণে নতুন করে মিলবে না কোনও স্বস্তি। এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম বার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার হ্রাস করে আরবিআই। ফলে রেপো রেট কমে দাঁড়ায় ৬.২৫ শতাংশ।
আরও পড়ুন:
এর পর এপ্রিলের মুদ্রানীতি কমিটির বৈঠকে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমায় রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফলে রেপো রেট ছ’শতাংশে চলে এসেছিল। পরপর তিনবার আরবিআই সুদের হার হ্রাস করায় এ বারও রেপো রেট কমবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু বাস্তবে সেই রাস্তায় হাঁটেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজ়ার্ভের গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার দিকে নজর রাখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক।