ব্যাঙ্কিং-সহ দেশের আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনাই তাঁদের প্রধান উদ্দেশ্য, বুধবার ঋণনীতি ঘোষণার পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানালেন রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র। দাবি করলেন, এই উদ্দেশ্য পূরণেই ঋণনীতির পর্যালোচনায় একাধিক বিষয়ে পদক্ষেপ করার কথা ঘোষণা করেছেন। দেশের অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি এখানে ব্যবসা করার পরিবেশকেও সহজ করে তুলতে চালু করেছেন বেশ কিছু নিয়ম। তবে সেগুলি মানার জন্য যাতে খরচের বহর না বাড়ে, তা নিশ্চিত করবে রিজ়ার্ভ ব্যাঙ্ক।
এ দিন ঋণনীতি ঘোষণায় সঞ্জয় জানান, এ বার থেকে যাঁরা ‘নো ফ্রিল অ্যাকাউন্ট’ খুলেছেন, তাঁরা ডিজিটাল ব্যবস্থাতেও লেনদেন করতে পারবেন। এর জন্য কোনও খরচ করতে হবে না তাঁদের। এই ধরনের অ্যাকাউন্টে ন্যূনতম টাকা জমা রাখার বাধ্যবাধকতা থাকে না। এগুলিকে বলা হয় বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজ়িট অ্যাকাউন্ট। যেমন কেন্দ্রের চালু করা জনধন অ্যকাউন্ট।
এর পাশাপাশি সংস্থা অধিগ্রহণ অথবা একটি সংস্থার সঙ্গে অন্যটির মিশে যাওয়ার ক্ষেত্রে তহবিলের প্রয়োজন মেটানোর জন্য ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। পাশাপাশি শেয়ার বন্ধক রেখে অথবা বাজারে কোনও সংস্থার প্রথম বার ছাড়া শেয়ারে (আইপিও) লগ্নি করার জন্য ঋণের অঙ্কও বাড়ানো হয়ছে। এখন থেকে কোনও ব্যক্তি শেয়ার বন্ধক রেখে ঋণ পাবেন ১ কোটি টাকা পর্যন্ত। আগে ছিল ২০ লক্ষ টাকা। আইপিওর ক্ষেত্রে ঋণের অঙ্ক ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা।
এ দিন মলহোত্র জানান, যাঁরা মোবাইল ফোন কেনার জন্য ঋণ নিয়ে মাসিক কিস্তি শোধ করা বন্ধ করে দেবেন, তাঁদের ফোন রিমোট ব্যবস্থায় অকেজো করা বা আটকে দেওয়ার অনুমতি পেতে ব্যাঙ্কগুলি যে প্রস্তাব দিয়েছে, তা বিবেচনা করে দেখছে আরবিআই।বিদেশের সঙ্গে লেনদেনে ভারতীয় টাকার ব্যবহার বাড়াতে টাকার আন্তর্জাতিকীকরণের জন্যেও এ দিন রিজ়ার্ভ ব্যাঙ্ক কিছু পদক্ষেপ করেছে। ভূটান, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে আসা অনাবাসীদের আন্তর্জাতিক ব্যবসা করার জন্য ঋণ মঞ্জুর টাকায় করার অনুমতি দিয়েছে তারা। এর আগে টাকায় যাতে আন্তর্জাতিক বাণিজ্যে দাম মেটানো যায়, তার জন্য ‘স্পেশাল রুপি ভস্ত্রো অ্যাকাউন্ট’ (এসআরভিএ) খোলার অনুমতি দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। কোনও বিদেশি ব্যাঙ্ক ভারতীয় ব্যাঙ্কে এসআরভিএ খুলে ভারতের সঙ্গে অন্য দেশের বৈদেশিক বাণিজ্যে দাম মেটানোর বিষয়টি টাকায় সারতে পারে। এই ব্যবস্থায় বৈদেশিক বাণিজ্যে দাম মেটানোর জন্য ডলার বা অন্য কোনও বিদেশি মুদ্রার উপর ভারতকে নির্ভর করতে হয় না। টাকার সঙ্গে বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের ওঠানামার ঝুঁকিও এড়ানো যায়। এবার ভস্ত্রো অ্যাকাউন্টের ব্যবহার সম্প্রসারিত করতে তাতে জমা অর্থ বন্ড এবং বাণিজ্যিক পত্রে বিনিয়োগের অনুমতি দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।
রফতানিকারীদের সুবিধার জন্য লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থাকে সহজ করা হয়েছে। কমানো হয়েছে নথির ব্যবহারও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)