দেশে যত ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন বাড়ছে, ততই মাথাচাড়া দিচ্ছে সাইবার প্রতারণা। তার থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এতদিন লেনদেনকারীর নথিভুক্ত মোবাইলে এসএমএস মারফত এককালীন পাসওয়ার্ড বা ওটিপি পাঠিয়ে সুরক্ষার দেওয়াল তোলা হত। এ বার রক্ষাকবচ আরও পোক্ত করতে নিয়ম কড়া করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার তারা জানাল, ওটিপি ছাড়াও পরিচয় যাচাইয়ের আরও পথ তৈরি করা হয়েছে। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে চালু হচ্ছে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেনশন’ (২এফএ)। এটি নিরাপত্তার এমন এক প্রক্রিয়া, যেখানে ব্যবহারকারী পরিচয় হিসেবে দু’টি বৈধ প্রমাণ পেশ করতে পারলে অ্যাকাউন্ট থেকে টাকা হস্তান্তরের অনুমতি পাবেন। শীর্ষ ব্যাঙ্কের দাবি, এতে আমজনতার লেনদেন আরও সুরক্ষিত হবে। আগামী বছরের ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হবে।
নির্দেশিকায় আরবিআই বলেছে, লেনদেনকারীর বৈধতা যাচাই হতে পারে এমন কিছু দিয়ে যা, ‘গ্রাহকের কাছে আছে’, ‘যা গ্রাহক জানেন’ কিংবা ‘গ্রাহক নিজে যা’। এটা হতে পারে কোনও পাসওয়ার্ড, এসএমএস ভিত্তিক ওটিপি, পিন, কোনও পাসফ্রেজ়, টোকেন, আঙুলের ছাপ, কার্ড হার্ডওয়্যার, সফটওয়্যার টোকেন ইত্যাদি। তা আধার ভিত্তিক বায়োমেট্রিক (আঙুলের ছাপ, চোখের মণি, মুখের ছবি) পরিচয়ও হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)