Advertisement
E-Paper

ভারতের বাজারে ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল ৬৫০ আনল এনফিল্ড

৬০-৭০ এর দশকে এনফিল্ডের যে ধরনের মডেল ছিল, কন্টিনেন্টাল ও ইন্টারসেপ্টরে অনেকটা সেই পুরনো লুক দেওয়া হয়েছে।

কন্টিনেন্টাল ও ইন্টারসেপ্টর।

কন্টিনেন্টাল ও ইন্টারসেপ্টর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৫:২৯
Share
Save

বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতের বাজারে কন্টিনেন্টাল জিটি ৬৫০ এবং ইন্টারসেপ্টর ৬৫০নিয়ে এল রয়্যাল এনফিল্ড। বুধবার এই দু’টি বাইক লঞ্চ করছে সংস্থাটি।

সেপ্টেম্বরে আমেরিকায় মডেল দু’টি লঞ্চ করেছিল এনফিল্ড। ভারতে কবে এই বাইক আসবে, এ নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে চরম উদ্দীপনা ছিল। বিশেষ করে এনফিল্ড একের পর এক দুর্দান্ত বাইক এনে যখন গ্রাহকদের মন কাড়ছে, কন্টিনেন্টাল ও ইন্টারসেপ্টর সেই উদ্দীপনাকে আরও বহু গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বাইক দু’টির ফিচার ও মেকানিজম নিয়ে গ্রাহকদের কৌতুহলের পারদ চড়তে শুরু করেছে।

৬০-৭০ এর দশকে এনফিল্ডের যে ধরনের মডেল ছিল, কন্টিনেন্টাল ও ইন্টারসেপ্টরে অনেকটা সেই পুরনো লুক দেওয়া হয়েছে। পুরনো এবং আধুনিকতার ছোঁয়া রয়েছে মডেল দু’টিতে। সূত্রের খবর, কন্টিনেন্টালের দাম হতে পারে প্রায় ৩ লক্ষ টাকা। অন্য দিকে, ইন্টারসেপ্টরের দাম শুরু হতে পারে আড়াই লক্ষ টাকা থেকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আমেরিকায় ৬টি ভ্যারিয়ান্টে এই দু’টি মডেল লঞ্চ করেছিল এনফিল্ড। ভারতে কি ৬টি ভ্যারিয়ান্টই লঞ্চ করবে তারা, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।

৬৪৮ সিসির এই দু’টি বাইকেই রয়েছে ৬টি গিয়ার। ওয়ার্ল্ড মোটরসাইকেল টেস্ট সাইকেল (ডব্লিউএমটিসি)-র মতে, প্রতি লিটারে ২৫.৫ কিলোমিটার মাইলেজ দেবে বাইক দু’টি। এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম। সামনে-পিছনে দুই চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। তাতে থাকবে টুইন পিস্টন ক্যালিপার্স।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের কন্টিনেন্টাল জিটি ৬৫০ আনছে রয়্যাল এনফিল্ড

কন্টিনেন্টালে থাকছে ১২.৫ লিটারের তেলের ট্যাঙ্ক। সেখানে ইন্টারসেপ্টরে রয়েছে ১৩.৭ লিটার। বাইক দু’টির উচ্চতা ১০২৪ মিলিমিটার বা ৩.৩৫ ফুট, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৪ মিলিমিটার।

Royal Enfield Interceptor 650 Continental 650 Bikes রয়্যাল এনফিল্ড Auto
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy