মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা, গুগ্লের সিইও সুন্দর পিচাইয়ের পরে আমেরিকায় তথ্যপ্রযুক্তির পীঠস্থান সিলিকন ভ্যালির শীর্ষ মহলে জায়গা করে নিতে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। অ্যাপলের ঘোষণা, মাসের শেষে তাদের চিফ অপারেটিং অফিসারের (সিওও) দায়িত্ব নেবেন সাবিহ খান। এই সিদ্ধান্ত আই ফোন নির্মাতার শীর্ষ স্তরে রদবদলের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অঙ্গ বলেই দাবি সূত্রের। খান এখন অ্যাপলের অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
১৯৯৫-এ অ্যাপলে যোগ দেওয়ার আগে জিই প্লাস্টিক্স-এ কাজ করেছেন ৫৮ বছরের সাবিহ। উত্তরপ্রদেশের মোরাদাবাদে ১৯৬৬ সালে জন্ম। স্কুলের পড়াশোনা সিঙ্গাপুরে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতিতে স্নাতক। পরে আমেরিকায় চাকরি ও বসবাস। অ্যাপলে নানা বিভাগে কাজের পরে২০১৯-এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন। দায়িত্বের অঙ্গ আন্তর্জাতিক স্তরের জোগান শৃঙ্খল তত্ত্বাবধান, পরিকল্পনা করা, কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, পরিবহণ, কর্মী সুরক্ষা, প্রশিক্ষণ,পরিবেশ সচেতনতা ইত্যাদি সামলানো।
খানের নিয়োগ ঘোষণা করে অ্যাপলের কাজে তাঁর অবদানের কথা জানিয়েছেন সিইও টিম কুক। উল্লেখ করেছেন জোগান শৃঙ্খল মসৃণ রাখার পাশাপাশি সংস্থাকে পরিবেশ সচেতন করে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। যা কার্বন নির্গমন ৬০% কমাতে সাহায্যকরেছে। সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, শুধু নাদেল্লা বা পিচাই নন, বিশ্ব জুড়ে কী ভাবে বড় বড় সংস্থা সামলাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতরা। যেমন, ওষুধসংস্থা নোভার্টিসে সিইও বসন্ত নরসিংহ, জৈবপ্রযুক্তি সংস্থা ভোর্টেক্স-এ রেশমাকেওয়ালরামানি, শ্যনেল-এ লীনা নায়ার, মাইক্রন টেকনোলজিতে সঞ্জয় মেহরোত্রা। সেই তালিকাই লম্বা হল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)