Advertisement
২০ এপ্রিল ২০২৪
Business News

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই, কার্যকর আগামিকাল থেকেই

বীণ নাগরিকদের ক্ষেত্রেও এই দু’টি ক্ষেত্রেই সুদের হার বাড়িয়েছে এসবিআই। এক বছর থেকে দু’বছরের আমানতের জন্য সুদের হার ছিল ৭.২ থেকে এক বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৭.৩।

গ্রাফিক: তিয়াসা দাস

গ্রাফিক: তিয়াসা দাস

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৫:৪৪
Share: Save:

ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এক কোটির নীচে এবং এক বছরের বেশি সময়ের জন্য স্থায়ী আমানতে সুদের হার বেড়েছে দশমিক এক শতাংশ থেকে দশমিক শূন্য পাঁচ শতাংশ। এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও সুদের হার বেড়েছে প্রায় একই হারে। বৃহস্পতিবার থেকেই এই নতুন হার কার্যকর হবে।

এক বছরের বেশি এবং দু’বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতে আগে সুদের হার ছিল ৬.৭। সেটা বেড়ে হল ৬.৮। এরপর দুই থেকে তিন বছরের জন্য ৬.৭৫ থেকে হয়েছে ৬.৮। তবে তিন থেকে পাঁচ বছর এবং পাঁচ থেকে দশ বছর বা তার বেশি সময়ের আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়েনি।

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই দু’টি ক্ষেত্রেই সুদের হার বাড়িয়েছে এসবিআই। এক বছর থেকে দু’বছরের আমানতের জন্য সুদের হার ছিল ৭.২ থেকে দশ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৭.৩। দুই থেকে তিন বছরের ক্ষেত্রে ৭.২৫ থেকে হয়েছে ৭.৩। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও পাঁচ বছর এবং পাঁচ থেকে দশ বছর বা তার বেশি সময়ের আমানতের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রেখেছে এই সরকারি ব্যাঙ্ক।

আরও পড়ুন: করতারপুর করিডর মানেই আলোচনা নয়, সার্কের আমন্ত্রণ ফিরিয়ে কড়া বার্তা সুষমার

আরও পডু়ন: ৬৫ পয়সায় ১ লিটার! সমুদ্রের জলেই এ বার তৃষ্ণা মেটানো যাবে

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই-এর কর্মীরা সাধারণত স্থায়ী আমানতের উপর এক শতাংশ বেশি হারে সুদ পান। আবার প্রবীণ নাগরিকদের সাধারণ গ্রাহকের চেয়ে .৫ শতাংশ বেশি হারে সুদ দেয় এসবিআই। এসবিআই-এর অবসরপ্রাপ্ত কর্মীরা দু’টি সুবিধাই এক সঙ্গে ভোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।

(কোথায় বিনিয়োগ করবেন, কীভাবে বিনিয়োগ করবেন, কোথায় টাকা রাখবে বাঁচবে ট্যাক্স - জানতে পড়ুন আমাদের ব্যবসা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SBI Interest Rate Fixed Deposit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE