লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ। ফের রেকর্ড উচ্চতায় উঠল সেনসেক্স ও নিফটি। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই ৮৬ হাজারের গণ্ডি পেরিয়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) শেয়ার সূচক। অন্য দিকে গত ১৪ মাসে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে (এনএসই) কখনওই এতটা চাঙ্গা হয়ে উঠতে দেখা যায়নি। বাজার চাঙ্গা হওয়ায় লগ্নিকারীদের মুখের হাসি চওড়া হয়েছে। অচিরেই সূচক ৯০ হাজারের গণ্ডি পেরোবে বলে আশাবাদী একাধিক ব্রোকারেজ ফার্ম।
এ দিন সকালে বাজার খোলার সময়েই প্রায় ২২৫ পয়েন্ট বেড়ে ৮৫,৮৩৬.৭৪ পয়েন্টে পৌঁছোয় সেনসেক্স। নিফটি-৫০তে বৃদ্ধির অঙ্ক ছিল ৬০.৮৫ পয়েন্ট। এনএসসির এই সূচক খোলে ২৬,২৬১.২৫ পয়েন্টে। বেলা ১২টার মধ্যেই সেনসেক্স এবং নিফটি-৫০ পৌঁছে যায় যথাক্রমে ৮৫ হাজার ৯৩৮ এবং ২৬ হাজার ২৪২ পয়েন্টে। এই সময়সীমার মধ্যে বিএসইর সূচককে সর্বোচ্চ ৮৬,০৫৫.৮৬ পয়েন্টে উঠতে দেখা গিয়েছে। দু’টি বাজারেই অব্যাহত আছে ‘বুলিশ ট্রেন্ড’।
আরও পড়ুন:
ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার, ২৬ নভেম্বর নিফটি-৫০র সূচক ঊর্ধ্বমুখী হয় ৩২০ পয়েন্ট। এ দিনও সেই প্রবণতা বজায় রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল টাকা বাজারে ঢুকেছে। এর জেরে দৌড়োতে শুরু করেছে সেনসেক্স ও নিফটি-৫০। চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) তৃতীয় এবং চতুর্থ প্রান্তিকে প্রত্যাশিত সম্ভাব্য আয় বৃদ্ধির সমর্থনও বাজার পাবে বলেও জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার বিএসই-র অধিকাংশ শেয়ারই সবুজ রেখায় শুরু করে লেনদেন। প্রথম ঘণ্টায় সর্বাধিক মুনাফা করেছে বজাজ ফিন্যান্স (১.০৩ শতাংশ), অ্যাক্সিস ব্যাঙ্ক (০.৮৩ শতাংশ), লার্সেন অ্যান্ড টুব্রো (০.৭৬ শতাংশ), আইসিআইসিআই ব্যাঙ্ক (০.৭১ শতাংশ) এবং এশিয়ান পেইন্টস (০.৬০ শতাংশ)।
তবে এ দিন প্রথম ঘণ্টায় সর্বাধিক লোকসানের মুখ দেখেছেন ইটারনালের (০.৭০ শতাংশ) লগ্নিকারীরা। এ ছাড়াও ওই সময়সীমার মধ্যে টাইটান, মারুতি সুজ়ুকি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং আদানি পোর্টসের স্টকের দাম যথাক্রমে ০.২৮ শতাংশ, ০.২৫ শতাংশ, ০.১৯ শতাংশ এবং ০.১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
লক্ষ্মীবারে বেলা ১২টার মধ্যে নিফটিতে মিডক্যাপ-১০০র সূচক ০.১৪ শতাংশ এবং স্মলক্যাপ-১০০ সূচক ০.০৭ শতাংশ বৃদ্ধি পায়। দালাল স্ট্রিটের অস্থিরতার পরিমাপক ইন্ডিয়া ভিআইএক্সের সূচক ০.৯৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। ক্ষেত্র বিশেষে দেখতে গেলে নিফটি অটো ০.৩৬ শতাংশ, নিফটি ফিন্যান্সশিয়াল সার্ভিসেস ০.৪৫ শতাংশ, নিফটি এফএমসিজি ০.২৯ শতাংশ, নিফটি আইটি ০.১০ শতাংশ, নিফটি মিডিয়া ০.৩৩ শতাংশ এবং নিফটি মেটাল ০.৪৪ শতাংশ বেড়েছে।